Skip to main content

তিন দলের মারামারি! ভক্তরা বাজাও তালি!


👉 বেদান্তবাদী vs বৈষ্ণব
.
স্বামী বিবেকানন্দ (বেদান্তবাদী):
প্রশ্ন – ভগবৎকৃপা (i.e কৃষ্ণভক্তির মাধ্যমে কৃষ্ণের কৃপা লাভ) ছাড়া কি মুক্তি লাভ হতে পারে?
.
উত্তর – মুক্তির সঙ্গে ঈশ্বরের কোন সম্বন্ধ নেই। মুক্তি আমাদের ভেতর আগে থেকেই রয়েছে।
.
[স্বামী বিবেকানন্দ রচনাবলী/৯ম খণ্ড/০৬. প্রশ্নোত্তর]
.
.
স্বামী প্রভুপাদ (বৈষ্ণব):
“আর আরেক হতচ্ছাড়া মতবাদ হল, “যত মত তত পথ” (রামকৃষ্ণ ও বিবেকানন্দের প্রচারিত মতবাদ)… তাই সব মূর্খ হতচ্ছাড়ার দল তাদের নিজেদের মতামত তৈরি করছে। না। এটা কখনই সম্ভব নয়।”
.
“And another rascal is, “Yes, yata mata tata patha…. So all foolish rascals, they’re making their own opinion. No. That is not possible.”

[Lecture BG 02.08 – London by Swami Prabhupada] source – https://vanisource.org/w/index.php?title=730808_-_Lecture_BG_02.08_-_London&t=hl#
.
“দুর্ভাগ্যবশত, কলিযুগের কারণে কিছু মূর্খ ব্যক্তি কৃষ্ণের পদ্মতুল্য পায়ে নিজেকে সমর্পণ করে না… (এই সকল) নাস্তিকেরা বলে যে, যত মত তত পথ… মূর্খদের এই দর্শন বৈদিক শাস্ত্রের বিধিবিধান সব নষ্ট করে দিয়েছে… কলিযুগের শেষের দিকে কল্কিদেব… অবতরণ করবেন এই সকল নাস্তিকদের হত্যা করতে আর ভগবানের ভক্তদের রক্ষা করতে।”

[“Unfortunately, because of Kali-yuga, foolish people do not surrender to the lotus feet of Kṛṣṇa…. Atheistic men generally say, yata mata tata patha… This philosophy of rascals has killed the religious principles mentioned in the Vedas… In the last stage of Kali-yuga, Kalkideva…. will descend to kill all the atheists and will save only the devotees of the Lord.”]
(Purport on Srimad Bhagavatam 6.8.19 by A.C Bhaktivedanta Swami Prabhupada) source – https://vanisource.org/wiki/SB_6.8.19?t=hl#
.
.
👉 বেদান্তবাদী vs আর্য সমাজ
.
স্বামী বিবেকানন্দ (বেদান্তবাদী):

"'এই জগতের অস্তিত্ব নাই।' একথা বলার অর্থ কী? ইহার নিরপেক্ষ অস্তিত্ব নাই, ইহাই অর্থ। আমার, তোমার ও অপর সকলের মনের সম্বন্ধে ইহার আপেক্ষিক অস্তিত্ব আছে.."

[স্বামী বিবেকানন্দ রচনাবলী/২য় খণ্ড/জ্ঞানযোগ/মায়া]
.
.
স্বামী দয়ানন্দ সরস্বতী (আর্য সমাজ):
.
"এখন এটা অবশ্যই বুঝতে হবে যে, যদি আদি শংকরাচার্য ঈশ্বর এবং জীবাত্মাকে অভিন্ন এবং এই জগতকে মায়া (মিথ্যা) মনে করে থাকেন, তবে এটা উত্তম ছিল না..." (সত্যার্থ প্রকাশ)
.
["Now it must be understood that if it was the belief of Shankar that God and the human soul were identical and that the world was an illusion, it was not good..." (Satyarth Prakash (The Light of Truth) by Dayananda/P. 347)]
.
.
👉 আর্য সমাজ vs বৈষ্ণব
.
স্বামী দয়ানন্দ সরস্বতী (আর্য সমাজ):

"বৈদিক শাস্ত্রের বিরুদ্ধে গিয়ে কোনো কর্তৃত্ব গৃহীত হতে পারে না। যদিও এটা সম্ভব যে, কৃষ্ণ... হয়ত চেয়েছিল দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য বার বার বিভিন্ন সময়ে জন্মগ্রহণ করতে। যদি বিষয়টি এমন হয়, তবে এতে কোনো ক্ষতি নেই... কিন্তু তা সত্ত্বেও কৃষ্ণ কখনই ঈশ্বর হতে পারে না।" (সত্যার্থ প্রকাশ)

["Being opposed to the Veda, it cannot be held to be an authority. Though it is possible that Krishna... might have wished that he would like to be born again and again at different times to protect the good and punish the wicked. if such was the case, there is no harm in it... In spite of all this Krishna could never be God." [Satyarth Prakash (The Light of Truth)/P. 219]
.
.
স্বামী প্রভুপাদ (বৈষ্ণব):
.
"...ভারতে 'আর্য সমাজ' নামে এক শ্রেণির গোষ্ঠী আছে যারা বলে যে, তারা নাকি কেবল আসল বৈদিক শাস্ত্রকে সমর্থন করে আর অন্য সকল বৈদিক সাহিত্যকে প্রত্যাখান করে। এই সকল লোকদের উদ্দেশ্য হল মানুষকে তাদের মনগড়া অর্থ ও ব্যাখ্যা প্রদান করা। মহাপ্রভু চৈতন্যের মতে, এহেন ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। সহজ কথায় বললে, তারা আসলে বৈদিকই নয়।"

"...In India there is a class of men known as ārya-samāja who say that they accept the original Vedas only and reject all other Vedic literatures. The motive of these people, however, is to give their own interpretation. According to Lord Caitanya, such interpretations are not to be accepted. They are simply not Vedic." (Teaching of Lord Caitanya) source - https://prabhupadabooks.com/tlc/24?d=1

তাহলে ভক্তরা এবার আগে ঠিক করুক কারা সঠিক আকিদাসম্পন্ন; তারপর না হয় রামকৃষ্ণ শরণং, হরে কৃষ্ণ নাম অথবা ধ্যান আর নিরাকার ঈশ্বরের কথা শোনাতে আসবে!

♦ আরও পড়ুনঃ
হিন্দু গোষ্ঠীর ভেদাভেদ ও মুসলিম গোষ্ঠীর ভেদাভেদে পার্থক্য!!!

Comments

Popular posts from this blog

মানহাজ ও মাযাহাব নিয়ে যত দ্বন্দ্বের জবাব....

[Special thanks to brother Mainuddin Ahmad for providing some important reference] . মানহাজ অর্থ পথ (path) অথবা পদ্ধতিগত বা নিয়মগত বা প্রণালিগত বিদ্যা (Methodology)। মানহাজ বললে তাই তাকে দুই ভাবে ভাবা হয় - ১) সহিহ মানহাজ, ২) ভ্রান্ত বা বাতিল মানহাজ। . সহিহ মানহা...

কৃষ্ণ কি আল্লাহর নবী ছিল?

এই প্রশ্নটা আমাকেও করা হয়েছে সম্ভবত কয়েকবার। কিন্তু প্রশ্নের উত্তরটা বড়ই জটিল। কারণ এর কোনো যথাযথ উত্তর আমাদের জানা নেই। যদি কৃষ্ণের গোপীদের সাথে লীলার কাজকে সত্য বলে...

ভগবতগীতার বর্ণভেদ নিয়ে ভক্তদের ভণ্ডামির জবাব

============================ চাতুর্বর্ণ্যং ময়া সৃষ্টং গুণকর্মবিভাগশঃ৷ তস্য কর্তারমপি মাং বিদ্ধ্যকর্তারমব্যয়ম্৷৷১৩ অর্থ:  "প্রকৃতির তিনটি গুণ এবং কর্ম অনুসারে আমি মনুষ্য সমাজে চারটি বর্ণ...