মূল লেখা: Md Rafat Rahman ভাইয়া Marital Rape বা বৈবাহিক ধর্ষণ টপিকটা অত্যন্ত আলোচিত একটি টপিক যার অর্থ হচ্ছে স্বামী কর্তৃক জোরপূর্বক স্ত্রীর অমতে তার সাথে মিলন করা বা যৌনাচার করা। যেকোন বিবেকবান মানুষই এমন আচরনের বিরোধিতা করবে। মুসলিমরাও স্বাভাবিকভাবে এটা সাপোর্ট করে না, কিন্তু কিছু কিছু মুসলিম ‘বৈবাহিক ধর্ষণ’ শব্দটা দেখে আপত্তি করে। তাদের মতে এই শব্দটা যৌক্তিক নয়। তাদের মতে এটা নির্যাতন হতে পারে ধর্ষণ নয়। আর এটা দেখেই অনেকে ভুল ভাবে যে মুসলিমরা হয়ত এটাকে সাপোর্ট করে। যাই হোক, শব্দটা Marital Rape হোক কিংবা Marital Abuse ইসলামে এটা সম্পূর্ণ রকমের হারাম এবং সাপোর্ট করে না। তবে কিছু উগ্রবাদিরা বিশেষ করে ইসলাম হেটাররা কিছু হাদিসের প্রেক্ষিতে উল্টা জিনিস প্রচার করে। তাই ইসলামের দিক থেকে এই বিষয়টি পর্যালোচনা করা হবে এই পোষ্টে । সবাইকে পুরোটা মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ রইল। প্রথমে তারা যে হাদিস আনে, যদি কোন স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে (যেমন- সঙ্গম করার জন্য), আর সে প্রত্যাখান করে ও তাকে রাগান্বিত অবস্থায় ঘুমাতে বাধ্য করে, ফেরেশতারা সকাল পর্যন্ত তাকে অভিশাপ করতে থাকে। [বুখারি,ভলি- ৪/ব...