Skip to main content

বৈদিক যজ্ঞের তাৎপর্য!!!


আধুনিক বৈদিকরা এখনও জানল না, যজ্ঞ মানে আসলে কী! ছান্দোগ্য উপনিষদ থেকে তার বর্ণনার উদ্ধৃতি দেওয়া হল।

যজ্ঞ আসলে নারীর সাথে দেবতাদের যৌনক্রিয়ার সমতুল্য ক্রিয়া!!!

"হে গৌতম, যজ্ঞের বেদী হল এক রমণী। তার ওপর দেবতারা তাদের বীর্য স্থাপন করে, যা থেকে ভ্রূণ তৈরি হয়।"
(ছান্দোগ্য উপনিষদ, ৫.৮.১-২)

ম্যাক্স মুলারের অনুবাদ ওয়েবসাইটের লিঙ্ক সহঃ

Yajna is compared to sexual act with a woman by the devtas!

"The altar is woman, O Gautama. On that altar the Devas (prânas) offer seed, From that oblation rises the germ."
(Khândogya Upanishad 5.8.1-2; tr. Max Müller) source - http://www.sacred-texts.com/hin/sbe01/sbe01102.htm

গঙ্গানাথ ঝা এর ইংরেজি অনুবাদ থেকে বাংলা অনুবাদ ও সাথে মূল ইংরেজি অনুবাদঃ

ইংরেজি অনুবাদ থেকে বাংলা অনুবাদঃ

"হে গৌতম, (যজ্ঞের) অগ্নি হল নারী। তার অঙ্গ হল জ্বালানি, - (নারীর) কথপোকথন হল (যজ্ঞের) ধোঁয়া, - তার যোনি হল অগ্নিশিখা, - তার যোনিতে সঙ্গম হল জ্বলন্ত অঙ্গার, - কারণ এর সাথে অগ্নি সম্পর্কযুক্ত, - (নারীর সঙ্গে এই সঙ্গমে) প্রাপ্ত পরমানন্দ হল অগ্নি স্ফুলিঙ্গ - এই অগ্নিতে দেবতারা তাদের বীর্য প্রদান করেন এবং তর্পণের মাধ্যমে ভ্রূণের উৎপত্তি লাভ ঘটে।" (ছান্দোগ্য উপনিষদ, ৫.৮.১-২)

Main English translation:

"The Woman, O Gautama, is the Fire. Of that the Organ is the Fuel, - the Confabulation, the Smoke, - the Vagina, the Flame, - the Penetration is the Embers, - because of its connection with fire, - the Raptures, the Sparks' - Into this Fire, the deities offer Semen; and out of that libation is born the embryo." (Chandogya Upanishad, 5.8.1-2, tr. Dr. Ganganath Jha)

===================

Comments

Popular posts from this blog

মানহাজ ও মাযাহাব নিয়ে যত দ্বন্দ্বের জবাব....

[Special thanks to brother Mainuddin Ahmad for providing some important reference] . মানহাজ অর্থ পথ (path) অথবা পদ্ধতিগত বা নিয়মগত বা প্রণালিগত বিদ্যা (Methodology)। মানহাজ বললে তাই তাকে দুই ভাবে ভাবা হয় - ১) সহিহ মানহাজ, ২) ভ্রান্ত বা বাতিল মানহাজ। . সহিহ মানহা...

কৃষ্ণ কি আল্লাহর নবী ছিল?

এই প্রশ্নটা আমাকেও করা হয়েছে সম্ভবত কয়েকবার। কিন্তু প্রশ্নের উত্তরটা বড়ই জটিল। কারণ এর কোনো যথাযথ উত্তর আমাদের জানা নেই। যদি কৃষ্ণের গোপীদের সাথে লীলার কাজকে সত্য বলে...

ভগবতগীতার বর্ণভেদ নিয়ে ভক্তদের ভণ্ডামির জবাব

============================ চাতুর্বর্ণ্যং ময়া সৃষ্টং গুণকর্মবিভাগশঃ৷ তস্য কর্তারমপি মাং বিদ্ধ্যকর্তারমব্যয়ম্৷৷১৩ অর্থ:  "প্রকৃতির তিনটি গুণ এবং কর্ম অনুসারে আমি মনুষ্য সমাজে চারটি বর্ণ...