Skip to main content

লাভ জিহাদ ও হিন্দুদের দ্বিমুখী দৃষ্টিভঙ্গি - updated


ইসলামে "লাভ-জিহাদ" এর কোনো অস্তিত্বই নেই।

আল্লাহ পরিষ্কার কোরআনে ঘোষণা করছেন যে, বিবাহ বহির্ভূত সকল প্রকার প্রণয়জাত সম্পর্ক নিষিদ্ধ।

"...তোমাদের জন্যে হালাল সতী-সাধ্বী মুসলমান নারী এবং তাদের সতী-সাধ্বী নারী, যাদেরকে কিতাব দেয়া হয়েছে তোমাদের পূর্বে,

যখন তোমরা তাদেরকে মোহরানা প্রদান কর তাদেরকে স্ত্রী করার জন্যে, কামবাসনা চরিতার্থ করার জন্যে কিংবা গুপ্ত প্রেমে লিপ্ত হওয়ার জন্যে নয়।

যে ব্যক্তি বিশ্বাসের বিষয় অবিশ্বাস করে, তার শ্রম বিফলে যাবে এবং পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে।"

[আল-কোরআন, ৫:৫]
.
.
"বিশ্বাসী পুরুষদেরকে বলো, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের যৌন অঙ্গকে সাবধানে সংযত রাখে; এটিই তাদের জন্য অধিকতর পবিত্র। ওরা যা করে, নিশ্চয় আল্লাহ সে বিষয়ে অবহিত।
.
বিশ্বাসী নারীদেরকে বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জাস্থান রক্ষা করে। তারা যা সাধারণতঃ প্রকাশ থাকে তা ব্যতীত তাদের সৌন্দর্য যেন প্রদর্শন না করে...."

[আল-কোরআন, ২৪:৩০-৩১]
.
.
এমনকি অবিবাহিত বেগানা পুরুষ ও নারীর অভিসারও সম্পূর্ণ নিষিদ্ধ।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

"...সাবধান! কোন পুরুষ কোন মহিলার সাথে নির্জনে মিলিত হলে সেখানে অবশ্যই তৃতীয়জন হিসাবে শয়তান অবস্থান করে (এবং পাপাচারে প্ররোচনা দেয়)..."

[গ্রন্থঃ সূনান আত তিরমিজী (তাহকীককৃত)/অধ্যায়ঃ ৩১/ কলহ ও বিপর্যয় (كتاب الفتن عن رسول الله ﷺ)/হাদিস নম্বরঃ ২১৬৫/হাদিসের মানঃ সহিহ (Sahih)] উৎস: http://www.hadithbd.com/share.php?hid=40860

এরপরও কীভাবে কেউ এরূপ অপবাদ ইসলামের ওপর দিতে পারে যার কোনো অস্তিত্বই নেই ইসলামে???

ইসলামের ওপর লাভ জিহাদের অপবাদ দেওয়ার সময় উগ্রবাদী হিন্দুরা ভুলে যায় যে, ইসলাম নয়, বরং তাদের ধর্মগ্রন্থই উস্কানি দিচ্ছে মুসলিম মেয়েদেরকে তাদের ফাঁদে ফেলার জন্য যার স্পষ্ট নমুনা হল 'রাক্ষস বিবাহ'। রাক্ষস বিবাহ পদ্ধতিতে একজন হিন্দু পুরুষ জোর করে কোনো মেয়ে বা নারীকে তুলে নিয়ে বিয়ে ও উপভোগ করতে পারে।

মনুসংহিতা রাক্ষস বিবাহের রীতির সংজ্ঞা দিতে গিয়ে বলছে,

"জোরপূর্বক কোনো কুমারী মেয়েকে তার গৃহ হতে অপহরণ করা, যখন তার জাতিগোষ্ঠীকে নিহত বা আহত করার পর সে সশব্দে অথবা নিঃশব্দে ক্রন্দনরত অবস্থায় উপনীত হয় এবং তাদের গৃহগুলো ভাঙা অবস্থায় উন্মুক্ত থাকে, তখন তাকে রাক্ষস (বিবাহের) আচার বলে।" (মনুসংহিতা ৩:৩৩)

"The forcible abduction of a maiden from her home, while she cries out and weeps, after (her kinsmen) have been slain or wounded and (their houses) broken open, is called the Rakshasa rite."

[Manusmriti, 3:33; translated George Bühler]
source - http://www.sacred-texts.com/hin/manu/manu03.htm
.
.
মহাভারত এর বর্ণনা অনুযায়ী, রাক্ষস বিবাহ ক্ষত্রিয়দের জন্য অনুমোদিত:
.
"সর্বমোট আট প্রকারের বিবাহ পদ্ধতি রয়েছে। সেগুলো হল ব্রাহ্ম, দৈব, আর্ষ, প্রাজাপত্য, অাসুর, গান্ধর্ব, রাক্ষস এবং পৈশাচ - এই আট প্রকার.......

......এমনকি রাজাদের (ক্ষত্রিয়দের) জন্য রাক্ষস বিবাহও অনুমোদিত..."

[মহাভারত: আদিপর্ব/মূল ইংরেজি অনুবাদ - কিশারি মোহন গাঙ্গুলি]

"There are, in all, eight kinds of marriages. These are Brahma, Daiva, Arsha, Prajapatya, Asura, Gandharva, Rakshasa, and Paisacha, the eighth.....
.....As regards kings, even the Rakshasa form is permissible..."

[The Mahabharata/Book 1: Adi Parva/Section 73; translated by Kisari Mohan Ganguli] source - http://www.sacred-texts.com/hin/m01/m01074.htm
.
.
স্বামী প্রভুপাদ এর ভাষ্য অনুযায়ীও রাক্ষস বিবাহ ক্ষত্রিয়দের জন্য অনুমোদিত:

"....অন্য প্রকারের বিবাহও রয়েছে, যেমন গান্ধর্ব বিবাহ এবং প্রেমের মাধ্যমে বিবাহ যেগুলোও বিবাহ হিসাবে অনুমোদিত। এমনকি যদি কাউকে জোরপূর্বক অপহরণ করে পরবর্তীতে বিবাহ করা হয়, তবে সেটিও অনুমোদিত..." (স্বামী প্রভুপাদ কর্তৃক ভাগবত ৩:২২:১৫ এর সারকথা হতে গৃহীত)

"…There are other kinds of marriage, such as gāndharva marriage and marriage by love, which are also accepted as marriage.

Even if one is forcibly kidnapped and later on accepted as a wife, that is also accepted…"

[A.C. Bhaktivedanta Swami Prabhupada on Srimad Bhagawatam 3.22.15]
source - http://vanisource.org/wiki/SB_3.22.15

এরকম সুস্পষ্টভাবে উস্কানি থাকার পরও উগ্রবাদী হিন্দুরা ইসলামের দিকেই কেবল আঙুল দেখায় যেখানে ইসলাম নারীদেরকে জোরপূর্বক বিবাহের বিরুদ্ধে কথা বলছে:

আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেছেন,

"হে বিশ্বাসীগণ! জোরজবরদস্তি করে তোমাদের নিজেদেরকে নারীদের উত্তরাধিকারী গণ্য করা বৈধ নয়..."
(মহাগ্রন্থ আল-কোরআন, ৪:১৯)

এই অংশের ব্যাখ্যায় তাফসির "আহসানুল বয়ান" এ উল্লেখ করা হয়েছে:

"ইসলাম আসার পূর্বে মহিলার প্রতি এই অবিচারও করা হত যে, স্বামী মারা গেলে তার (স্বামীর) পরিবারের লোকেরা সম্পদ-সম্পত্তির মত এই মহিলারও জোরপূর্বক উত্তরাধিকারী হয়ে বসত এবং নিজ ইচ্ছায় তার সম্মতি ছাড়াই তাকে বিবাহ করে নিত অথবা তাদের কোন ভাই ও ভাইপোর সাথে তার বিয়ে দিয়ে দিত। এমন কি সৎ বেটাও মৃত পিতার স্ত্রী (সৎ মা)-কে বিবাহ করত অথবা ইচ্ছা করলে তাকে অন্য কোথাও বিবাহ করার অনুমতি দিত না এবং সে তার পূর্ণ জীবন বিয়ে ছাড়াই (বিধবা অবস্থায়) অতিবাহিত করতে বাধ্য হত। ইসলাম এই ধরনের সমস্ত প্রকারের যুলুম থেকে নিষেধ করেছে।" (তাফসিরে আহসানুল বয়ান)

তাছাড়াও হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

"কোন বিধবা নারীকে তার সম্মতি ব্যতীত বিয়ে দেয়া যাবে না এবং কুমারী মহিলাকে তার অনুমতি ছাড়া বিয়ে দিতে পারবে না। লোকেরা জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! কেমন করে তার অনুমতি নেয়া হবে। তিনি বললেন, তার চুপ থাকাটাই হচ্ছে তার অনুমতি।"
.
[গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)/অধ্যায়ঃ ৬৭/ বিয়ে (كتاب النكاح)/হাদিস নম্বরঃ ৫১৩৬/হাদিসের মানঃ সহিহ (Sahih)] source - http://www.hadithbd.com/share.php?hid=29699

লাভ-জিহাদের দ্বিমুখী তীর মুসলিমদের দিকে নিক্ষেপ করার পর উগ্রবাদী হিন্দুরা দিব্যিই মুসলিম মেয়েদের তাদের ফাঁদে ফেলার জন্য উঠে পড়ে লেগে যায় যার স্পষ্ট নমুনা আমরা দেখতে পাই যখন হিন্দুরা মুসলিম মেয়েদের বিয়ে করে লাভ-জিহাদের অপবাদখানা আবার মুসলিমদের ওপরই চাপিয়ে দেয়!!!

বিশ্ব হিন্দু পরিষদের এক পুস্তিকায় তারা হিন্দু ছেলেদের ঘোষণা দিয়েছে মুসলিম মেয়েদের বিয়ে করে তাদের হিন্দু বানানোর জন্য।

বিস্তারিত পড়ুন এই রিপোর্ট থেকে:
Marry Muslim women and convert them, VHP advice to Bengali Hindu men

visit - https://www.indiatoday.in/india/story/marry-muslim-women-and-convert-them-vhp-advice-to-bengali-hindu-men-1344133-2018-09-19

ভারতে অনেক হিন্দু অভিনেতা ও সেলিব্রিটিদের অহরহ পাওয়া যাবে যারা মুসলিম মেয়েদের বিয়ে করেছে।

ভারতের কথা বাদই দিলাম। বাংলাদেশের মত মুসলিম সংখ্যাগরিষ্ঠদের দেশে হিন্দুদের দ্বারা লাভ জিহাদের ঘটনাও রয়েছে একাধিক!!

যে সমস্ত হিন্দু যুবক ধর্ম পরিচয় গোপন রেখে মুসলিম নারীদের সাথে প্রতারণা করে, তাদের একটা লিস্ট দিলাম:

👉 হিন্দু ছেলে কর্তৃক মুসলিম মেয়ে অন্তর্সত্তা https://www.71sangbad.com/details.php?id=36028

👉 হিন্দু যুবক কনক দাস ধর্মপরিচয় গোপন করে মুসলিম মেয়ে বিয়ে! https://youtu.be/LRNFYLrtDHQ

👉 ধর্মপরিচয় গোপন করে মুসলিম মেয়ের সাথে অবৈধ সম্পর্ক হিন্দু যুবকের! http://www.chandpur-kantho.com/first-page/2019/06/11/65441/print

👉 ফতুল্লায় মুসলমান গৃহবধূকে হিন্দু প্রেমিকের ধর্ষণ! https://www.newsnarayanganj24.net/outside-the-city/29846

👉 মুসলিম সেজে বিয়ে করতে এসে আটক ১০ হিন্দু ! https://www.bdmorning.com/article/213513

👉 হিন্দু পরিচয় গোপন রেখে মুসলিম মেয়েকে বিয়ে! http://amadernotunshomoy.com/newsite/2018/06/04/%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%9F-%E0%A6%97%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%A8-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%96%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%81/#.XQ-dMrdxUSw

👉 পঞ্চগড়ে হিন্দু প্রেমিক মুসলিম সেজে মুসলিম নারীকে ধর্ষণ!! http://uttorbangla24.com/2017/10/04/%E0%A6%AA%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%97%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AA/

👉 বরিশালে ধর্মপরিচয় গোপন রেখে যুবতীকে ধর্ষণ, মামলা!! http://www.amaderbarisal.com/news/26251.aspx

👉 হিন্দু ছেলে ধর্ম পরিচয় গোপন রেখে মুসলিম মেয়েকে বিয়ে নিয়ে এলাকা তোড়পাড!
http://bdn24x7.com/?p=38345

👉 হিন্দু নাম পরিচয় গোপন রেখে মুসলিম মেয়েকে বিয়ে!! https://www.thebarta.com/archives/69512

তথ্যসূত্র:
https://www.facebook.com/1095006400707868/posts/1116696408538867/
.
.
এরপরও দাদা-দিদিরা তাদের উদ্ভাবিত লাভ জিহাদের ধারণাখানা কেবল মুসলিম সমাজের সাথেই জুড়ে দিয়ে অপবাদ ছড়াতে থাকবেন!!!
লাভ জিহাদ ও হিন্দুদের দ্বিমুখী দৃষ্টিভঙ্গি....

- Ahmad Al-Ubaydullaah

Comments

Popular posts from this blog

মানহাজ ও মাযাহাব নিয়ে যত দ্বন্দ্বের জবাব....

[Special thanks to brother Mainuddin Ahmad for providing some important reference] . মানহাজ অর্থ পথ (path) অথবা পদ্ধতিগত বা নিয়মগত বা প্রণালিগত বিদ্যা (Methodology)। মানহাজ বললে তাই তাকে দুই ভাবে ভাবা হয় - ১) সহিহ মানহাজ, ২) ভ্রান্ত বা বাতিল মানহাজ। . সহিহ মানহা...

কৃষ্ণ কি আল্লাহর নবী ছিল?

এই প্রশ্নটা আমাকেও করা হয়েছে সম্ভবত কয়েকবার। কিন্তু প্রশ্নের উত্তরটা বড়ই জটিল। কারণ এর কোনো যথাযথ উত্তর আমাদের জানা নেই। যদি কৃষ্ণের গোপীদের সাথে লীলার কাজকে সত্য বলে...

ভগবতগীতার বর্ণভেদ নিয়ে ভক্তদের ভণ্ডামির জবাব

============================ চাতুর্বর্ণ্যং ময়া সৃষ্টং গুণকর্মবিভাগশঃ৷ তস্য কর্তারমপি মাং বিদ্ধ্যকর্তারমব্যয়ম্৷৷১৩ অর্থ:  "প্রকৃতির তিনটি গুণ এবং কর্ম অনুসারে আমি মনুষ্য সমাজে চারটি বর্ণ...