đ āĻĢিāĻ¤āĻ°াāĻ¤ - āĻāĻ˛্āĻ˛াāĻš āĻ¤াāĻāĻ˛াāĻ° āĻ āĻ¸্āĻ¤িāĻ¤্āĻŦেāĻ° āĻāĻāĻি āĻĒ্āĻ°āĻŽাāĻŖ
আল্লাহ তাআলার অস্তিত্বে নাস্তিকরা যে ঈমান আনবে, এর খুব বেশি আশা আমরা করি না। কারণ তারা হল প্রবৃত্তিপূজারী। আর আল্লাহ তাআলাকে বিশ্বাস করার অর্থই হল অন্তরের অহংকার ত্যাগ করে তাঁর নিকট নিজেকে সমর্পণ করা যা তারা (হেদায়েতের অভাবে) হয়ত কখনই করবে না।
তবে মুমিনদের জন্য আল্লাহ তাআলার অস্তিত্বের একটি বড় প্রমাণ হল এই যে, সৃষ্টিকর্তা আল্লাহ যে আছেন - এই বোধ মানুষের জন্মগত এবং আধুনিক বৈজ্ঞানিক গবেষণাও এটা প্রমাণ করেছে যে, কোনো শিশু সৃষ্টিকর্তা যে আছেন, এই সহজাত বিশ্বাস নিয়েই জন্মগ্রহণ করে।
ব্রিস্টল বিশ্ববিদ্যালয় (Bristol University) এর উন্নয়নমূলক মনোবিজ্ঞান (Developmental Psychology) এর অধ্যাপক ব্রুস হুড (Bruce Hood) তার গবেষণা থেকে এই সিদ্ধান্ত প্রদান করেন যে, যাদু ও অলৌকিক বিশ্বাসসমূহের ধারণা জন্ম থেকেই আমাদের মস্তিষ্কে নিহিত থাকে এবং ধর্ম একারণে উপলব্ধিতে ক্ষমতাধর মনস্তাত্ত্বিক শক্তি হিসেবে ক্রিয়া করছে।
["The findings of Bruce Hood, professor of developmental psychology at Bristol University, suggest that **magical and supernatural beliefs are hardwired into our brains from birth,** and that religions are therefore tapping into a powerful psychological force."]
source - https://www.dailymail.co.uk/news/article-1211511/Why-born-believe-God-Its-wired-brain-says-psychologist.html
.
.
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের Centre for Anthropology and Mind এর প্রবীণ গবেষক ডঃ জাস্টিন বাররেট দাবি করেন যে, একজন সর্বোচ্চ অদ্বিতীয় সত্ত্বা যে আছেন - বাচ্চাদের মধ্যে এই ধারণায় বিশ্বাসের প্রবণতা কাজ করে। কারণ তাদের এই ধারণা থাকে যে, এই জগতের সবকিছুই একটি বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি হয়েছিল।
তিনি বলেন যে, এমনকি পরিবার বা বিদ্যালয় থেকে শিক্ষা না পেলেও বাচ্চা ছেলেমেয়েদের মনে এই বিশ্বাস কাজ করে। তিনি এটাও যুক্তি দিয়ে বলেন যে, এমনকি একাকী কোনো লোকবসতি-বিহীন দ্বীপে বেড়ে উঠলেও তারা সৃষ্টিকর্তায় বিশ্বাসী হত।
["Dr Justin Barrett, a senior researcher at the University of Oxford's Centre for Anthropology and Mind, claims that **young people have a predisposition to believe in a supreme being** because they assume that everything in the world was created with a purpose.
He says that **young children have faith even when they have not been taught about it by family or at school, and argues that even those raised alone on a desert island would come to believe in God."]
source - https://www.telegraph.co.uk/news/religion/3512686/Children-are-born-believers-in-God-academic-claims.html
.
.
তাই এই সিদ্ধান্তই আমাদের নিকট অধিক যুক্তিযুক্ত যে, পৃথিবীতে আগমনের সময় থেকে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা তাঁর অস্তিত্বের ধারণা প্রতিটি সৃষ্টির মধ্যেই গেঁথে দেন। একারণে প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
"প্রতিটি নবজাতকই ফিতরাতের (আল্লাহ তাআলার নিকট আপন অস্তিত্ব সমর্পণের প্রকৃতির) উপর জন্মলাভ করে..... আবূ হুরায়রা (রাঃ) তিলাওয়াত করলেন فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا لاَ تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ আল্লাহর দেওয়া ফিতরাতের অনুসরণ কর, যে ফিতরাতের উপর তিনি মানুষ সৃষ্টি করেছেন। (সূরা রূমঃ ৩০)"
[সহীহ বুখারী (ইফাঃ)
অধ্যায়ঃ ২০/ জানাযা (كتاب الجنائز)
হাদিস নম্বরঃ ১২৭৬
হাদিসের মানঃ সহিহ (Sahih)]
source - http://www.hadithbd.com/share.php?hid=1283
Comments
Post a Comment