বিভিন্ন ওয়েবসাইটে হিন্দুরা নানাভাবে অপব্যাখ্যা করার চেষ্টা করে যে, তাদের গ্রন্থে নাকি গো-হত্যার সমর্থনে কোনো কথাই বলা হয়নি! অথচ বেদে পশুবলির কথা আছে - এটা বৈষ্ণব গুরু প্রভুপাদ পর্যন্ত স্বীকার করলেন, আর ভণ্ডদের মাথায় আজও তা ঢুকল না!!!
.
প্রভুপাদ এর ভাষায়,
.
"...ঐ যে যারা কুরআন পড়ে থাকে, ঐ মুসলিম ধর্ম বছরে একবার পশুবলির অনুমতি দেয়। একে বলা হয় কুরবান। আর তারা মসজিদের কাছে প্রাণিদের বলি দেয়। একইভাবে বৈদিক ধর্মেও কিছু কিছু বলিতে পশুবলির অনুমতি রয়েছে..."
.
"...You know, those who have read the Qur'an, the Muslim religion allows animal slaughter once in a year. It is called qurban. And they can slaughter animals near the mosque. Similarly, in the Vedic religion also, the animals are allowed to be slaughtered in some sacrifice..."
.
[A. C. Bhaktivedanta Swami Prabhupada on Islam and Vaishnavism; source - http://www.harekrsna.de/artikel/islam.htm#22]
.
.
এমনকি স্বামী বিবেকানন্দ পর্যন্ত বলছেন যে, গো-হত্যা মানুষ নিজের প্রয়োজনে থামিয়েছে। এটা ধর্মগ্রন্থের কথা নয়।
.
"...মনে রাখিও, চিরকালই এই-সকল প্রথা ও আচারের পরিবর্তন হইতেছে। এই ভারতেই এমন সময় ছিল, যখন গোমাংস ভোজন না করিলে কোনো ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব থাকিত না। বেদপাঠ করিলে দেখিতে পাইবে, কোনো বড় সন্ন্যাসী বা রাজা বা অন্য কোনো বড়লোক আসিলে ছাগ ও গোহত্যা করিয়া তাঁহাদিগকে ভোজন করানোর প্রথা ছিল। ক্রমশঃ সকলে বুঝিল-আমাদের জাতি প্রধানতঃ কৃষিজীবী, সুতরাং ভাল ভাল ষাঁড়গুলি হত্যা করিলে সমগ্র জাতি বিনষ্ট হইবে। এই কারণেই গোহত্যা-প্রথা রহিত করা হইল-গোহত্যা মহাপাতক বলিয়া পরিগণিত হইল। প্রাচীন-শাস্ত্রপাঠে আমরা দেখিতে পাই, তখন হয়ত এমন সব আচার প্রচলিত ছিল, যেগুলিকে এখন আমরা বীভৎস বলিয়া মনে করি..."
.
[স্বামী বিবেকানন্দ রচনাবলী/৫ম খণ্ড/ভারতে বিবেকানন্দ/মাদুরা অভিনন্দনের উত্তর]
.
"....Remember these customs have already been changed. There was a time in this very India when, without eating beef, no Brahmin could remain a Brahmin; you read in the Vedas how, when a Sannyasin, a king, or a great man came into a house, the best bullock was killed; how in time it was found that as we were an agricultural race, killing the best bulls meant annihilation of the race. Therefore the practice was stopped, and a voice was raised against the killing of cows. Sometimes we find existing then what we now consider the most horrible customs..."
.
[The Complete Works of Swami Vivekananda/Volume 3/Lectures from Colombo to Almora/Reply to the Address of Welcome at Madura;
source - https://en.m.wikisource.org/wiki/The_Complete_Works_of_Swami_Vivekananda/Volume_3/Lectures_from_Colombo_to_Almora/Reply_to_the_Address_of_Welcome_at_Madura]
.
আমাদের প্রশ্ন হল এই যে, যদি হিন্দু ভাই-বোনেরা কোনটা সঠিক আর কোনটা ভুল পথ, তা তারা নিজেরাই নির্ধারণ করতে পারেন, তাহলে তাদের আর ধর্মগ্রন্থের কী প্রয়োজন???
.
فَوَيْلٌ لِّلَّذِينَ يَكْتُبُونَ ٱلْكِتَٰبَ بِأَيْدِيهِمْ ثُمَّ يَقُولُونَ هَٰذَا مِنْ عِندِ ٱللَّهِ لِيَشْتَرُوا۟ بِهِۦ ثَمَنًا قَلِيلًاۖ فَوَيْلٌ لَّهُم مِّمَّا كَتَبَتْ أَيْدِيهِمْ وَوَيْلٌ لَّهُم مِّمَّا يَكْسِبُونَ
"সুতরাং তাদের জন্য দুর্ভোগ, যারা নিজ হাতে গ্রন্থ রচনা করে এবং অল্প মূল্য পাবার জন্য বলে, ‘এটি আল্লাহর(সৃষ্টিকর্তার) নিকট হতে এসেছে।’ তাদের হাত যা রচনা করেছে, তার জন্য তাদের শাস্তি এবং যা তারা উপার্জন করেছে তার জন্যও তাদের শাস্তি (রয়েছে)।"
[মহাগ্রন্থ আল-কোরআন, ২:৭৯]
.
===============
#আহমেদ_আলি
Comments
Post a Comment