এই সব মুক্তমনাদের মুক্তমনে কুকর্মের প্লাটফর্ম তৈরির ইতিহাসটাও বেশ interesting! হেদায়েত বঞ্চিত হয়ে নাফসের অনুসরণ করলে যা হয় আর কী!
ইংল্যান্ডের তরুণদের মধ্যে মিউজিক, ড্রাগ, ক্রাইম চালু হল। প্রকাশ্যে অশ্লীলতা সাধারণ বিষয় হয়ে উঠতে লাগল। ধীরে ধীরে সংসারে অশান্তি বাড়তে লাগল। ডিভোর্সের হার বেড়ে গেল। বিবাহিত জীবন ছেড়ে alternative বা বিকল্প পথে relationship খোঁজা শুরু হল। আর শেষে গিয়ে বিয়ের বাইরে জারজ সন্তান জন্মানো শুরু হল!
ক্রিনশটগুলোতে বিশেষ কিছু জায়গাগুলোতে underline করে দিলাম।
আহা! কী ইতিহাস! এরা আবার ইসলামের দিকে আঙুল তোলে! এজন্যই ভাবি - মানসিক রোগী না হলে আর ইসলামবিদ্বেষী হওয়া যাবে কী করে!
Comments
Post a Comment