[লেখাটি দেখার সাথে সাথে এর সাথে শেষে যুক্ত ভিডিওটিও দেখুন।]
.
নাস্তিক, সংশয়বাদী আর বর্তমানের আধুনিক বলে ভাব দেখানো বড় বড় হনুরা জান্নাত আর জাহান্নামকে বিশ্বাস করে না! এগুলো নাকি রূপকথা! কিন্তু তারা parallel universe তথা সমান্তরাল মহাবিশ্বের তত্ত্বে ঠিকই বিশ্বাস করে। তাদের স্ট্রিং থিওরি আর এম থিওরিতেই বলে যে, দশ-এগারটা ডাইমেনশন পর্যন্ত সৃষ্টিজগতে থাকা সম্ভব, যেখানে উপরের কোনো এক ডাইমেনশন এমনও হতে পারে যে, বস্তুজগতের নিয়ম সেখানে এই মহাবিশ্বের নিয়মের মত হতে হবে - এর কোনো মানে নেই। তাহলে বিজ্ঞানের ব্যাখ্যাই বলছে যে, প্রাকৃতিকভাবে এই দুনিয়ার জগতের বাইরেও অন্য জগৎ থাকা সম্ভব যেখানে ডাইমেনশন হবে আলাদা। তাহলে বাপু বারযাখ এর দুনিয়া, জান্নাত আর জাহান্নাম কেন থাকতে পারে না??? জান্নাত-জাহান্নাম যে নেই - এই দাবির কোনো প্রমাণই তাদের কাছে নেই! আবার এই প্রমাণের কথা বলতে গেলেই এদের সুপ্ত ভণ্ডামি ক্ষিপ্ত হয়ে ওঠে আর তখন তারা এটাকে "কুযুক্তি" বা "Logical Fallacy" বলে চেঁচামেচি শুরু করে!
.
তাদের থিওরিই বলে যে, আমরা অন্য ডাইমেনশনে যেতে পারি না, কারণ আমাদের তিন ডাইমেনশন এর সক্ষমতা উপরের ডাইমেনশন এর জগতের সাথে সামাঞ্জস্যপূর্ণ নয়! এমনকি তিন ডাইমেনশন এর চিন্তা দিয়ে উপরের ডাইমেনশন গুলোকে আমরা আমাদের মস্তিষ্ক দিয়ে ঠিকমত কল্পনাও করে উঠতে পারি না! তাহলে যদি কেবল উর্ধ্বের ডাইমেনশনের জগতের কথা ঠিকঠাক আমরা কল্পনাই না করতে পারি, সেই জগতে যেতেও না পারি, তাহলে এসব মূর্খ মুক্তমনা ভণ্ডের দল কীভাবে এটা দাবি করে যে, তারা আল্লাহ তাআলাকে দেখে না, কোনো প্রমাণ খুঁজে পায় না, তাই নাকি আল্লাহ তাআলা নেই??? এই ডাইমেনশনগুলোকেই যেখানে তারা বুঝে উঠতে পারল না, সেখানে কীভাবে তারা এটা আশা করে যে, যিনি সমস্ত ডাইমেনশন আর সৃষ্টিজগতের উর্ধ্বে, সেই সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে তারা তাদের এই সামান্য ক্ষমতা দিয়েই পুরোপুরি বুঝে ফেলবে??? এইসব যালিমদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন,
.
وَقَالَ ٱلَّذِينَ لَا يَرْجُونَ لِقَآءَنَا لَوْلَآ أُنزِلَ عَلَيْنَا ٱلْمَلَٰٓئِكَةُ أَوْ نَرَىٰ رَبَّنَاۗ لَقَدِ ٱسْتَكْبَرُوا۟ فِىٓ أَنفُسِهِمْ وَعَتَوْ عُتُوًّا كَبِيرًا
.
"যারা আমার সাক্ষাৎ আশা করে না, তারা বলে, আমাদের কাছে ফেরেশতা অবতীর্ণ করা হল না কেন? অথবা আমরা আমাদের পালনকর্তাকে দেখি না কেন? তারা নিজেদের অন্তরে অহংকার পোষণ করে এবং গুরুতর অবাধ্যতায় মেতে উঠেছে।" (আল-কোরআন, ২৫:২১)
.
তবে মুক্তমনা ভণ্ড বাবুদের এত চিন্তা করার দরকার নেই। তারা অন্য ডাইমেনশন এর দুনিয়ায় যাওয়ার জন্য তো খুবই আগ্রহী - তো খুব শীর্ঘ্রই তাদের এ আশাখানা পূরণ হবে ইনশাআল্লাহ, যখন বারযাখ এর জগতে আর এর পাশাপাশি কেয়ামত এর মাধ্যমে জান্নাত আর জাহান্নামের জগতের পর্যায়ে সকলকে নিয়ে যাওয়া হবে। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তাই ঘোষণা করছেন,
.
لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ
.
"নিশ্চয়ই তোমরা এক স্তর হতে অন্য স্তরে আরোহণ করবে" (আল-কোরআন, ৮৪:১৯)
.
ভিডিওটি দেখতে এই লিঙ্কে ভিজিট করুন:
.
---------------
#Ahmad_Ali
Comments
Post a Comment