Skip to main content

রোহিঙ্গাদের নিয়ে হিন্দুদের অপপ্রচারের জবাব


হিন্দুরা রোহিঙ্গাদের হত্যাকে সমর্থন করছে শুধু এই কারণে যে, তাদের বেশিরভাগই মুসলিম।
.
ধর্মনিরপেক্ষতা আর ধর্ম সহিষ্ণুতার মুখোশের আড়ালে তাদের মুসলিম বিদ্বেষ আজ উন্মোচিত হচ্ছে সারা বিশ্বের মানুষের সামনে।
.
রোহিঙ্গাদের নামে অপপ্রচার এর জবাব তাই আমাদেরই দিতে হবে। আমি Wikipedia এর তথ্য ব্যবহার করছি।
.
"There were an estimated 1 million Rohingya living in Myanmar before the 2016–17 crisis. The majority are Muslim while a ***minority are Hindu.***"
(source - https://en.m.wikipedia.org/wiki/Rohingya_people)

তার মানে হল, রোহিঙ্গাদের মধ্যে এখনও কিছু সংখ্যক হিন্দুও আছে। যদি রোহিঙ্গাদের গালি দেওয়া হয়, তাহলে পরোক্ষভাবে সেই হিন্দুদেরও গালি দেওয়া হচ্ছে কারণ হিন্দু সম্প্রদায়ের একটা ক্ষুদ্র অংশ আজও এর অন্তর্ভুক্ত। তাতে কী! তাই না! মুসলিম মারতে হবে এটাই আসল কথা।
.
"Migration from the Indian subcontinent to Myanmar (formerly Burma) had taken place for centuries, including as part of the spread of **Buddhism**, **Hinduism** and Islam in the region."
(https://en.m.wikipedia.org/wiki/Rohingya_people)
.
অর্থাৎ, মায়ানমারে শুধু মুসলিমই না, হিন্দু আর বৌদ্ধরাও শতাব্দীর পর শতাব্দী যাত্রা করে বসতি তৈরির জন্য আর ধর্মপ্রচারের জন্য। যদি বলা হয় মুসলিমরা অবৈধভাবে মায়ানমারে গেছে, তবে তা হিন্দু আর বৌদ্ধদের বেলায়ও প্রযোজ্য হবে কারণ তারাও একই উদ্দেশ্য নিয়ে সেখানে গেছে যে উদ্দেশ্য নিয়ে আমরা মুসলিমরা সেখানে গেছি। তাতে কী তাই না! মুসলিম মারতে হবে, এটাই হল আসল কথা।
.
"Besides locals converting to Islam, many Arab merchants ***married local women*** and settled in Arakan. As a result of intermarriage and conversion, the Muslim population in Arakan grew."
(https://en.m.wikipedia.org/wiki/Rohingya_people)
.
অর্থাৎ তারা কোনো ধর্ষণ করে নি, ব্যভিচারও করে নি, বরং তারা পবিত্রতার সাথে বিয়ে করে নারীদের সম্মান ও আত্মমর্যাদা দিয়েছে। আর হিন্দুদের মানসিকতা এতই বিকৃত যে, এটাকে তারা ধর্ষণ বলছে! ইসলামে এসব সম্পূর্ণ নিষিদ্ধ আর ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। যখন ছেলে মেয়েরা তাদের boy friend, girl friend এর সাথে আজে বাজে কাজ করে বেড়ায়, তখন কোথায় যায় তাদের প্রতিবাদ?? ওহ ভুলে গেছি, এগুলো তো তাদের কাছে সাধারণ ব্যাপার, sorry sorry, মুসলিমরা তো জঙ্গি, তাদের তো মারতে হবে তাই না!
.
"Bengali-speaking settlers are recorded in Arakan since at least the 15th century, when the Kingdom of Mrauk U reigned. The population increased in the 17th century, as ***slaves were brought in by Arakanese raiders and Portuguese settlers*** following raids into Bengal."
(https://en.m.wikipedia.org/wiki/Rohingya_people)
.
এর মানে হল, ব্রিটিশ শাসনের সময় থেকে আরাকানের অধিবাসীদের শাসকরা আর পর্তুগিজেরা আরাকানের বাসিন্দাদের থেকে লোকজন ধরে ধরে নিয়ে তাদের দাস দাসী বানাতো। তাহলে এবার যদি মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পর তারা নিজেদের জন্য আলাদাভাবে স্বাধীনতা দাবি করে ব্রিটিশ শাসন মুক্ত হওয়ার পর, তাহলে অন্যায়টা কোথায়??? ওহ, এরা মুসলিম, এটাই এদের অন্যায়, তাই না!
.
এবার শুরু হয় রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা।
হাজার হাজার রোহিঙ্গাদের গণহত্যা। কেন রোহিঙ্গারা কাউকে আক্রমণ করবে? আপনার ওপর অন্যায় হলেই আপনি পালটা জবাব দেবেন। ভগৎ সিং ব্রিটিশদের আক্রমণ করেছিল! কিন্তু কেন? শখের বশে?? না, কারণ ভারতবাসীর ওপর অত্যাচার তার সহ্য হয়নি। ব্রিটিশ সরকার তাকে দেশদ্রোহী, সন্ত্রাসী অভিহিত করল, কিন্তু ভারতীয়দের কাছে তিনি এখনও দেশপ্রেমী। রোহিঙ্গাদের ওপরও অত্যাচার হয়েছে, তাদের কোনো অধিকার দেওয়া হয়নি। Wikipedia বলছে,
.
"They are also **restricted**
***from freedom of movement, state education and civil service jobs.*** The Rohingyas have faced military crackdowns in 1978, 1991–1992, 2012, 2015 and 2016–2017.....
Probes by the UN have found evidence of increasing incitement of hatred and religious intolerance by "ultra-nationalist Buddhists" against Rohingyas while the Burmese security forces have been conducting "summary executions, enforced disappearances, arbitrary arrests and detentions, torture and ill-treatment and forced labour" against the community. According to the United Nations, the human rights violations against the Rohingyas could be termed "crimes against humanity"....."
(https://en.m.wikipedia.org/wiki/Rohingya_people)
.

তাহলে এভাবে অত্যাচার হলে আর অধিকার না দেওয়া হলে কে প্রতিবাদ করবে না বলুন তো একবার???
.
"Nearly 3,000 Rohingya Muslims killed in the last three days"
.
(visit - http://m.yenisafak.com/en/world/nearly-3000-rohingya-muslims-killed-in-the-last-three-days-2787305)
.
শুধু তাই না, তারা যে মুসলিম শুধু এই অপরাধে তাদের জীবন্ত মাটিতে কবর দেওয়া হয় ও জীবন্ত জ্বালিয়ে মারা হয়!!
.
"Burma's Rohingya Muslim refugees buried alive"
(visit - http://ansarburney.org/2016/02/23/burmas-rohingya-muslim-refugees-buried-alive-in-mass-graves-in-thailand-and-malaysia/)
.
"Burma: Rohingya children 'beheaded and burned alive'"
(visit - http://www.independent.co.uk/news/world/asia/rohingya-burma-myanmar-children-beheaded-burned-alive-refugees-bangladesh-a7926521.html)
.
এখন এই পরিস্থিতিতে তারা যদি পালিয়ে নিজের জীবন বাঁচাতে গিয়ে অন্য দেশে যায়, তাহলে সেটাও কি অন্যায়??? যদি ধরেও নিই যে, রোহিঙ্গারা জঙ্গি, তাহলে তাদের কি এটুকুও ক্ষমতা নেই যে তারা নিজেদের রক্ষা করবে? আমরিকা ISIS তৈরি করে মিডিয়ায় অপবাদ ছড়িয়ে দিয়েছে যে, এটা হল ইসলামিক, আর আমেরিকা জঙ্গি মারবে বলে ইসলামিক দেশগুলোতে হাজার হাজার নিরীহ মুসলিম পুরুষ, নারী আর শিশুদের মেরে যাচ্ছে, কিন্তু ISIS এর কিছুই করতে পারছে না??? আর তাহলে রোহিঙ্গারা জঙ্গি, অথচ তারা নিজেদের বাঁচাতে পারছে না!! এটা কি দ্বিমুখী চিন্তাধারা নয়???
ওহ, তাতে কী?
এরা তো মুসলিম, এটাই এদের অন্যায়, তাই না!!!
.
আজ যেমন আমাদের ওপর অত্যাচার হচ্ছে, নিশ্চয় বিচার দিবসে তেমনি এসব কাফিরের দল তাদের পূর্ণ শাস্তি পাবে ইন শা আল্লাহ।
.
"তুমি কি তাদের প্রতি লক্ষ্য কর না যারা আল্লাহর অনুগ্রহের পরিবর্তে অকৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাদের সম্প্রদায়কে নামিয়ে আনে ধ্বংসের আলয়ে?
জাহান্নাম, যার মধ্যে তারা প্রবেশ করবে, কত নিকৃষ্ট ঐ আবাসস্থল!"
.
(মহাগ্রন্থ আল-কোরআন, ১৪:২৮-২৯)
.
.
=> হিন্দু রোহিঙ্গা জনগোষ্ঠীর হত্যার জন্য মুসলিম রোহিঙ্গাদের ওপর মিথ্যা ও অন্যায়কর অভিযোগ এর জবাব:
.
মনে করুন আপনার বাড়ি আর আপনার আশেপাশের বাড়িগুলোর লোকদের সাথে এলাকার ডাকাতদের বিবাদ বেশ কিছু দিন ধরে। এখন, ডাকাতের দল হঠাৎ একদিন আপনাদের বাড়িতে আক্রমণ করল। ডাকাত দলের সাথে আপনার বাড়ির লোকজনের ধস্তাধস্তি হলে তারা আপনার পরিবারের দুই জন সদস্যকে হত্যা করল আর প্রাণ বাঁচানোর খাতিরে আপনারা বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হলেন। পরের দিন শোনা গেল যে, আপনার পাশের বাড়ির লোকদেরকেও হত্যা করা হয়েছে।
.
এবার যদি কেউ বলে যে, আপনি আর আপনার পরিবার মিলে আপনার পাশের বাড়ির লোকদের হত্যা করেছেন আর ডাকাত দলের সরদার সেটা প্রচার করতে থাকে, তাহলে এই দাবি কতটুকু বিশ্বাসযোগ্য??? একটা সামান্য বোধশক্তিসম্পন্ন ব্যক্তির মনেও এটা আসা স্বাভাবিক যে, হত্যাকারী আসলে ওই ডাকাতের দলই হবে হয়ত।
.
এবার আপনার আর আপনার আশেপাশের বাড়িগুলোর লোকদেরকে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী ভাবুন এবং আলাদা ভাবে আপনার একেবারে পাশের বাড়ির প্রতিবেশীদেরকে হিন্দু রোহিঙ্গা জনগোষ্ঠী ভাবুন। এবার ডাকাত দলকে ভাবুন মায়ানমারের সামরিক শক্তিবাহিনী।
.
তাহলে এবার একটু চিন্তা করুন। রোহিঙ্গা মুসলিমদেরকে ডাকাত তুল্য মায়ানমারের এই সামরিক শক্তি হত্যা করেছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, তাদের মেয়েদের ধর্ষণ করেছে, তাদের জীবন্ত কবর দিয়েছে আর পুড়িয়ে মেরেছে। প্রাণ বাঁচাতে তারা পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু তারপরও তাদের পেলেই মেরে ফেলা হচ্ছে!
.
এই অবস্থায় যদি পাশের বাড়ির প্রতিবেশী তুল্য হিন্দু রোহিঙ্গাদের হত্যার খবর শোনা যায়, আর মায়ানমার সামরিক শক্তিবাহিনী দাবি করে যে, এটা রোহিঙ্গা মুসলিমদের কাজ, তাহলে কীভাবে এটা বিশ্বাসযোগ্য হতে পারে??
.
যেখানে রোহিঙ্গা মুসলিমরা নিজেদের প্রাণ বাঁচাতেই হিমশিম খেয়ে যাচ্ছে, সেখানে তারা হিন্দু রোহিঙ্গাদের হত্যা করেছে - এটা কী মিথ্যা ও অন্যায় দাবি নয়?
.
হিন্দু হত্যা হলে ভারতের সাথে মায়ানমার সরকারের সম্পর্ক খারাপ হয়ে যাবে - এই কারণে নিজেদের অপকর্মের দায় মায়ানমার মুসলিম রোহিঙ্গাদের ওপর চাপিয়ে দিচ্ছে অন্যায়ভাবে!!!
.
রোহিঙ্গা মুসলিমদেরকে নামকরণ করা হয়েছে ARSA(Arakan Rohingya Salvation Army insurgent group) হিসেবে, অথচ তাদেরকে যেভাবে অত্যাচার করা হয়েছে, মানবিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, এতে যে তাদের অন্তরেও প্রতিবাদের ঝঙ্কার ধ্বনিত হতে পারে - এই স্বাভাবিক বিষয়টিও তথাকথিত গণতন্ত্রের এসকল পূজারিদের বিকৃত মস্তিষ্কে আসে না!
.
Zee News এর এক তথ্যানুযায়ী, রোহিঙ্গা মুসলিমদের ওপর হত্যার অভিযোগের কোনো তৎক্ষণাৎ তদন্ত হয় নি। এর মানে এটাই দাঁড়ায় যে, কেবল দ্বিমুখী সন্দেহের বীজ জনসাধারণের হৃদয়ে বপন করাই এই সকল 'মানবতাবাদী' উপাধিধারী নরপিশাচদের উদ্দেশ্য।
.
"Police have blamed the Arakan Rohingya Salvation Army insurgent group or ARSA.
.
Security forces say the bodies are among about 100 Hindus missing since ARSA attacked at least 30 police outposts August 25.
.
***There was no immediate way to independently verify the government's assertions."***
.
(source - http://zeenews.india.com/world/more-mass-graves-of-hindu-villagers-killed-by-rohingya-militants-found-2045507.html)
.
.
তাহলে এটাই দাঁড়াচ্ছে, কোথাও কোনো অন্যায় সংঘটিত হলে আগে দেখতে হবে, এর সাথে মুসলিমদের কোনো সম্পর্ক আছে কিনা!! তাইতো???
.
মুসলিমরা কী খায়, কী পরে, কোথায় ঘুমায় ইত্যাদি যাই-ই পাওয়া যাক না কেন, সবই নিকৃষ্ট জাতীয় বিষয়!!!
প্যাডকের মত অমুসলিমরা লাশের স্তূপ বানালেও দোষ হবে মুসলিমদেরই আর প্যাডক তখন হয়ে যাবে মানসিক ভারসাম্যহীন!
.
মানবতা আর গণতন্ত্রের পূজারিদের দ্বিমুখী দৃষ্টিভঙ্গির বিভ্রমে আজ আমাদের স্বাভাবিক মস্তিষ্ক বিকৃত, ভোগবাদের মুখোশের আড়ালে ইসলামের সরল সত্যগুলো যেন বর্বরতা তুল্য!
.
.
আহমেদ আলি সিরিজ/রোহিঙ্গাদের নিয়ে হিন্দুদের অপপ্রচারের জবাব
.
.
আরও পড়ুন:-

নয়ন চ্যাটার্জীর অনুসন্ধান

১) হিন্দু রোহিঙ্গারা কেন নিজ ঘরে আগুন দিচ্ছে ??

২) হিন্দুদের নিজ বাড়িতে আগুন দেয়ার কারণ অনুসন্ধানে

৩) বাংলাদেশে আসা হিন্দু রোহিঙ্গারা তো স্পষ্ট গুপ্তচর, তবু কেন তাদের বার বার বিশ্বাস করা হচ্ছে ?

Comments

Popular posts from this blog

মানহাজ ও মাযাহাব নিয়ে যত দ্বন্দ্বের জবাব....

[Special thanks to brother Mainuddin Ahmad for providing some important reference] . মানহাজ অর্থ পথ (path) অথবা পদ্ধতিগত বা নিয়মগত বা প্রণালিগত বিদ্যা (Methodology)। মানহাজ বললে তাই তাকে দুই ভাবে ভাবা হয় - ১) সহিহ মানহাজ, ২) ভ্রান্ত বা বাতিল মানহাজ। . সহিহ মানহা...

কৃষ্ণ কি আল্লাহর নবী ছিল?

এই প্রশ্নটা আমাকেও করা হয়েছে সম্ভবত কয়েকবার। কিন্তু প্রশ্নের উত্তরটা বড়ই জটিল। কারণ এর কোনো যথাযথ উত্তর আমাদের জানা নেই। যদি কৃষ্ণের গোপীদের সাথে লীলার কাজকে সত্য বলে...

ভগবতগীতার বর্ণভেদ নিয়ে ভক্তদের ভণ্ডামির জবাব

============================ চাতুর্বর্ণ্যং ময়া সৃষ্টং গুণকর্মবিভাগশঃ৷ তস্য কর্তারমপি মাং বিদ্ধ্যকর্তারমব্যয়ম্৷৷১৩ অর্থ:  "প্রকৃতির তিনটি গুণ এবং কর্ম অনুসারে আমি মনুষ্য সমাজে চারটি বর্ণ...