নাস্তিকের প্রশ্ন: আল্লাহ সবকিছু আগে থেকে জেনে থাকলে তিনি কেন ইবলিশকে সিজদা দিতে বললেন আদমের উদ্দেশ্যে?
উত্তর:
কারণ আল্লাহ প্রকাশ করে দেবেন কে প্রকৃত মুমিন আর কে মিথ্যাবাদী মুনাফিক।
وَلَقَدْ فَتَنَّا ٱلَّذِينَ مِن قَبْلِهِمْۖ فَلَيَعْلَمَنَّ ٱللَّهُ ٱلَّذِينَ صَدَقُوا۟ وَلَيَعْلَمَنَّ ٱلْكَٰذِبِينَ
"আমি তো তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম; আল্লাহ অবশ্যই প্রকাশ করে দিবেন কারা সত্যবাদী ও কারা মিথ্যাবাদী।" (আল-কোরআন ২৯:৩)
ইবলিসের অন্তরে যে এই নাফরমানি ছিল সেটা সর্বসম্মুখে প্রকাশ করে দেওয়ার জন্য এই সিজদার হুকুমই যথেষ্ট। এতে ইবলিসের নাফরমানি প্রকাশ পেয়ে গেল।
.
.
নাস্তিকের প্রশ্ন: আল্লাহ যদি সবকিছু সাজিয়ে রাখেন, তাহলে ইবলিশকে কেন দায়ী করা হবে তার সিজদা না করার জন্য?
উত্তর:
সাজিয়ে রাখা আর জোর করা এক জিনিস না। এখানে যখন সীমিত পরিমাণ স্বাধীন ইচ্ছাশক্তি থাকবে, তখন বিচার সেই সীমিত স্বাধীন ইচ্ছাশক্তির ওপর হবে। কিন্তু স্বাধীনতার বাইরে যেটার ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, সেই জিনিসের জন্য দায়ী করা হবে না।
"কোন ব্যক্তিকেই আল্লাহ তার সাধ্যের অতিরিক্ত কর্তব্য পালনে বাধ্য করেননা; সে যা উপার্জন করেছে তা তারই জন্য এবং যা সে অর্জন করেছে তা তারই উপর বর্তাবে..."
(আল-কোরআন ২:২৮৬)
যেমন ধরুন ক্ষুধা পাওয়াটা আমাদের নিয়ন্ত্রণে নেই। ক্ষুধা পাওয়ার জন্য তাই আমাদের দায়ী করা হবে না। কিন্তু আমাদের এখানে সীমিত পরিমাণ স্বাধীনতা রয়েছে যেখানে কাজ করছে বিবেক বা discrimination অর্থাৎ সঠিক ভুল বেছে নেওয়ার সক্ষমতা। তাই যদি কেউ এবার কোনো দোকান থেকে ডাকাতি করে খাবার ছিনিয়ে নিয়ে যায়, তবে এর জন্য সে দায়ী হবে। সিনেমার পরিচালক সিনেমার যাবতীয় বিষয়গুলোকে সাজিয়ে রাখে, কিন্তু অভিনেতারা স্বেচ্ছায় কাজ করে মিডিয়াতে। একইভাবে আল্লাহও যাবতীয় বিষয় সাজিয়ে রেখেছিলেন। কিন্তু স্বাধীন ইচ্ছাশক্তির কারণে ইবলিশ হেদায়েতের পরিবর্তে নিজের ইচ্ছাতেই গোমরাহীর পথ বেছে নিয়ে আল্লাহ নাফরমানি করেছে। আর তাই এর জন্য ইবলিশ নিজেই দায়ী।
আল্লাহই ভাল জানেন।
=======================
- Ahmad Al-Ubaydullaah
Comments
Post a Comment