Skip to main content

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্বন্ধে হিন্দুদের কটূক্তির জবাব


উগ্রবাদী হিন্দুদের ধর্ম নিয়ে এত কিছু চোখে পড়ে, কিন্তু নবীজী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর সুমহান চরিত্রের উজ্জ্বল নিদর্শন খানা যেন চোখেই পড়ে না! অথচ তাদের পণ্ডিতরা ঠিকই নবীজীর প্রশংসা করে গেছেন তাঁর চরিত্রের অপূর্ব নিদর্শন যাচাই করে দেখার পর।

স্বামী বিবেকানন্দ নবীজীর বহু বিবাহ নিয়ে বলছেন:

“…পরবর্তী জীবনে মহম্মদ অনেক পত্নী গ্রহণ করেন। মহাপুরুষেরা প্রত্যেকে দুই শত পত্নী গ্রহণ করিতে পারেন। আপনাদের মত ‘দৈত্য’কে এক পত্নী গ্রহণ করিতেও আমি অনুমতি দিব না। মহাপুরুষদের চরিত্র রহস্যাবৃত। তাঁহাদের কার্যধারা দুর্জ্ঞেয়। তাঁহাদিগকে বিচার করিতে যাওয়া আমাদের অনুচিত। খ্রীষ্ট বিচার করিতে পারেন মহম্মদকে। আপনি আমি কে?—শিশুমাত্র। এইসকল মহাপুরুষকে আমরা কি বুঝিব?.... জ্ঞানালোকের মহান্ বার্তাবহগণের ইহাই পরিচয়। তাঁহারা আমাদের মহান্ আচার্য, আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা; কিন্তু আমাদিগকে নিজ নিজ পথে চালিত হইবে।”

[স্বামী বিবেকানন্দ/০৮ম খণ্ড/০২. মহাপুরুষ-প্রসঙ্গ/১০. মহম্মদ] source – https://www.ebanglalibrary.com/vivekananda/১০-মহম্মদ/

"...Mohammed married quite a number of wives afterwards. Great men may marry two hundred wives each. "Giants" like you, I would not allow to marry one wife. The characters of the great souls are mysterious, their methods past our finding out. We must not judge them. Christ may judge Mohammed. Who are you and I? Little babies. What do we understand of these great souls? ..... [Such] are the great messengers of light. They are our great teachers, our elder brothers. But we must go our own way!"

[The Complete Works of Swami Vivekananda/Volume 1/Lectures And Discourses/Mohammed]
source - https://en.m.wikisource.org/wiki/The_Complete_Works_of_Swami_Vivekananda/Volume_1/Lectures_And_Discourses/Mohammed 
.
.
ইস্কনের প্রতিষ্ঠাতা বৈষ্ণব গুরু স্বামী প্রভুপাদ নবীজীর চরিত্র নিয়ে বলতে গিয়ে বলেন:

"...যেটা আপনাকে খুঁজতে হবে, তা ইতিমধ্যেই উপস্থিত রয়েছে। কেন কষ্ট করে আপনাকে অন্য কোনো মহৎ ব্যক্তিত্বের সন্ধান করতে হবে? মহৎ চরিত্রের মুহাম্মদ কখনও বলেন নি যে "আমার নাম জপ করো"। তিনি মহৎ কিনা, এটা আমাদের যাচাই করে দেখতে হবে। এই যে, এখানেই রয়েছে মহৎ চরিত্র। তিনি কখনই বলেন নি যে "আমার নাম জপ করো"। তিনি বলেছেন, "আল্লাহর নাম জপ করো।" এটাই হল ব্যক্তির পবিত্র সত্ত্বা। এটাই পবিত্রতার যাচাইকরণ। তিনি নিজে ঈশ্বর হন নি, তিনি ঈশ্বরের সেবা করেছেন।"

Srila Prabhupada: That you have to find out, but here it is already there. Why should you go to some trouble to find out another holy man? The holy man never says, Muhammad never said that "You chant my name." We have to test whether he is a holy man or not. Here is the perfect holy man. He never said that "You chant my name." He said "Chant Allah's name." That is a holy man. That is the test of a holy man. He does not become God, he serves God. That is a holy man. (Room conversation. Tehran, 14/03/75)

[A. C. Bhaktivedanta Swami Prabhupada on Islam and Vaishnavism] source - http://www.harekrsna.de/artikel/islam.htm#16 
.
.
ভারতীয় মহাত্মা গান্ধীজি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন,

"....নবীজি ছিলেন একজন সত্যসন্ধানী। তিনি ছিলেন ঈশ্বরভীরু। আমি জানি, আমি এখানে আপনাদের নতুন কিছু বলছি না। আমি কেবল সেভাবেই বর্ণনা করছি যেভাবে আমি তাঁর জীবন দ্বারা অনুপ্রাণিত হয়েছি... তাঁকে অবিরাম নির্যাতনের স্বীকার হতে হয়েছিল। তিনি ছিলেন সাহসী এবং ঈশ্বর ছাড়া আর কাউকে ভয় করতেন না... তাঁকে কখনও এমন পাওয়া যায় নি যে, তিনি মুখে এক কথা বলেছেন আর কাজে আরেক রকম করেছেন.... নবীজি ছিলেন একজন ফকির। তিনি সবকিছু ত্যাগ করেছিলেন। তিনি যদি ইচ্ছা করতেন, তাহলে ধনসম্পদ দখল করতে পারতেন।"

"....the Prophet was a seeker of Truth. He was godfearing. In this I know I am not telling you anything new. I am only describing to you how I was impressed by his life... He suffered endless persecution. He was brave and feared no man but God alone... He was never found to say one thing and do another... The Prophet was a Fakir. He renounced everything. He could have commanded wealth if he had so desired."

["The Prophet was a seeker of truth: Mahatma Gandhi" - report by 'Times of India' newspaper] source - https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/The-Prophet-was-a-seeker-of-truth-Bapu/articleshow/55929973.cms

মহান আল্লাহ ঘোষণা করছেন,

وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ 

"(হে মুহাম্মাদ) নিশ্চয়ই তুমি মহান চরিত্রের উচ্চমার্গে উন্নীত।" (মহাগ্রন্থ আল-কোরআন, ৬৮:৪)

=============================
- আহমাদ আল-উবায়দুল্লাহ

Comments

Popular posts from this blog

মানহাজ ও মাযাহাব নিয়ে যত দ্বন্দ্বের জবাব....

[Special thanks to brother Mainuddin Ahmad for providing some important reference] . মানহাজ অর্থ পথ (path) অথবা পদ্ধতিগত বা নিয়মগত বা প্রণালিগত বিদ্যা (Methodology)। মানহাজ বললে তাই তাকে দুই ভাবে ভাবা হয় - ১) সহিহ মানহাজ, ২) ভ্রান্ত বা বাতিল মানহাজ। . সহিহ মানহা...

কৃষ্ণ কি আল্লাহর নবী ছিল?

এই প্রশ্নটা আমাকেও করা হয়েছে সম্ভবত কয়েকবার। কিন্তু প্রশ্নের উত্তরটা বড়ই জটিল। কারণ এর কোনো যথাযথ উত্তর আমাদের জানা নেই। যদি কৃষ্ণের গোপীদের সাথে লীলার কাজকে সত্য বলে...

ভগবতগীতার বর্ণভেদ নিয়ে ভক্তদের ভণ্ডামির জবাব

============================ চাতুর্বর্ণ্যং ময়া সৃষ্টং গুণকর্মবিভাগশঃ৷ তস্য কর্তারমপি মাং বিদ্ধ্যকর্তারমব্যয়ম্৷৷১৩ অর্থ:  "প্রকৃতির তিনটি গুণ এবং কর্ম অনুসারে আমি মনুষ্য সমাজে চারটি বর্ণ...