ভারতে প্রায়ই অনলাইন মিডিয়া ও সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই যে হিন্দুরা সাম্প্রদায়িক গণ্ডগোল সৃষ্টি করার জন্য বা মুসলিমদের বদনাম করার জন্য নিজেরাই মন্দির ভাঙচুর করছে বা নোংরা করছে।
.
উদাহরণ হিসাবে দুটি ঘটনা উল্লেখ করছিঃ
.
.
১. উত্তরপ্রদেশের মুজাফফরনগরে দেশরাজ সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সে দুটি মন্দিরের মূর্তি চুরি করে এবং সেখানে মোষের মাথা ও অন্যান্য অংশ ফেলে আসে। আরেকটি মন্দিরের মূর্তি চুরি করে অন্য জায়গায় রেখে আসে। পুলিশের কাছে সে তার অপরাধ স্বীকার করে। লিঙ্ক- http://archive.is/CpCmk
.
.
২. উত্তরপ্রদেশের আজমগড়ে একটি মন্দিরে বোরকা পরে গোরুর গোশত ফেলতে গিয়ে ধরা পড়ে একজন আরএসএস কর্মী। ওই ছবিটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। লিঙ্কঃ http://archive.is/GAgo6
.
বাংলাদেশও ব্যতিক্রম নয়। এখানেও রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে , ব্যক্তিগত শত্রুতা চরিতার্থ করতে, সংখ্যালঘু থিওরি চাঙ্গা করে সহানুভূতি আদায় করতে নিজেরা নিজেদের মুর্তি ভেঙ্গে মুসলিমদের দোষ দেয় বাংলাদেশী হিন্দুরা।
.
.
আমি উদাহরণ হিসাবে কয়েকটি ঘটনা পেশ করছি –
.
.
১. নারায়ণগঞ্জের রূপগঞ্জে শত্রুকে ফের মামলায় ফাঁসাতে নিজ মন্দিরে আগুন – http://archive.is/aiwMo
.
.
২. কুমিল্লায় দুই ভায়রা ভাইয়ের দ্বন্দ্বে প্রতিপক্ষকে ফাঁসাতে দূর্গার প্রতিমা ভাংচুর – http://archive.is/ekG1x
.
.
৩. রংপুরে নিরীহ মুসলমানকের ফাঁসাতে মূর্তি ভাঙ্গলো হিন্দুরা – http://archive.is/yhNgI
.
.
৪. রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল জোর পূর্বক মূর্তি বসিয়ে – http://archive.is/Ognbd
.
.
৫. ভোলার লালমোহন উপজেলায় প্রতিমা ভাংচুরের নামে মিথ্যে মামলায় যুবলীগ নেতাকে ফাসিয়েছে হিন্দুরা – http://archive.is/SSd5Y
.
.
৬. পিরোজপুরে স্থানীয় হিন্দুদের দ্বন্দ্বে মূর্তি ভাংচুর – http://archive.is/Z0BT6
.
.
৭. কুড়িগ্রামে ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের কারণে মন্দিরে তালা দিলো হিন্দুরা – http://archive.is/LQyCn
.
.
৮. নাটোরে দুর্গা প্রতিমা ভাংচুরকারী হিন্দু আটক – http://archive.is/0Trpk
.
.
এই খবরগুলো বিশ্লেষণ করলে একটি রহস্য বেরিয়ে আসে, সেটা হলো মূর্তি ভাঙ্গার ঘটনার পেছনে ধর্মীয় বা সাম্প্রদায়িক সংঘাত নেই, আছে জমি-জমা নিয়ে দ্বন্দ্ব বা অন্য কোন কারণে ব্ল্যাকমেল করার চেষ্টা।
.
.
- Miraj Gazi
[Special thanks to brother Mainuddin Ahmad for providing some important reference] . মানহাজ অর্থ পথ (path) অথবা পদ্ধতিগত বা নিয়মগত বা প্রণালিগত বিদ্যা (Methodology)। মানহাজ বললে তাই তাকে দুই ভাবে ভাবা হয় - ১) সহিহ মানহাজ, ২) ভ্রান্ত বা বাতিল মানহাজ। . সহিহ মানহা...
Comments
Post a Comment