Skip to main content

যেভাবে নিজেরাই মূর্তি ভেঙ্গে দেশের সরকার ও মুসলিমদের ব্ল্যাকমেল করে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়


ভারতে প্রায়ই অনলাইন মিডিয়া ও সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই যে হিন্দুরা সাম্প্রদায়িক গণ্ডগোল সৃষ্টি করার জন্য বা মুসলিমদের বদনাম করার জন্য নিজেরাই মন্দির ভাঙচুর করছে বা নোংরা করছে। 
.
উদাহরণ হিসাবে দুটি ঘটনা উল্লেখ করছিঃ
.
.
১. উত্তরপ্রদেশের মুজাফফরনগরে দেশরাজ সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সে দুটি মন্দিরের মূর্তি চুরি করে এবং সেখানে মোষের মাথা ও অন্যান্য অংশ ফেলে আসে। আরেকটি মন্দিরের মূর্তি চুরি করে অন্য জায়গায় রেখে আসে। পুলিশের কাছে সে তার অপরাধ স্বীকার করে। লিঙ্ক- http://archive.is/CpCmk
.
.
২. উত্তরপ্রদেশের আজমগড়ে একটি মন্দিরে বোরকা পরে গোরুর গোশত ফেলতে গিয়ে ধরা পড়ে একজন আরএসএস কর্মী। ওই ছবিটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। লিঙ্কঃ http://archive.is/GAgo6
.
বাংলাদেশও ব্যতিক্রম নয়। এখানেও রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে , ব্যক্তিগত শত্রুতা চরিতার্থ করতে, সংখ্যালঘু থিওরি চাঙ্গা করে সহানুভূতি আদায় করতে নিজেরা নিজেদের মুর্তি ভেঙ্গে মুসলিমদের দোষ দেয় বাংলাদেশী হিন্দুরা।
.
.
আমি উদাহরণ হিসাবে কয়েকটি ঘটনা পেশ করছি –
.
.
১. নারায়ণগঞ্জের রূপগঞ্জে শত্রুকে ফের মামলায় ফাঁসাতে নিজ মন্দিরে আগুন – http://archive.is/aiwMo
.
.
২. কুমিল্লায় দুই ভায়রা ভাইয়ের দ্বন্দ্বে প্রতিপক্ষকে ফাঁসাতে দূর্গার প্রতিমা ভাংচুর – http://archive.is/ekG1x
.
.
৩. রংপুরে নিরীহ মুসলমানকের ফাঁসাতে মূর্তি ভাঙ্গলো হিন্দুরা –    http://archive.is/yhNgI
.
.
৪. রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল জোর পূর্বক মূর্তি বসিয়ে – http://archive.is/Ognbd
.
.
৫. ভোলার লালমোহন উপজেলায় প্রতিমা ভাংচুরের নামে মিথ্যে মামলায় যুবলীগ নেতাকে ফাসিয়েছে হিন্দুরা – http://archive.is/SSd5Y
.
.
৬. পিরোজপুরে স্থানীয় হিন্দুদের দ্বন্দ্বে মূর্তি ভাংচুর – http://archive.is/Z0BT6
.
.
৭. কুড়িগ্রামে ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের কারণে মন্দিরে তালা দিলো হিন্দুরা –  http://archive.is/LQyCn
.
.
৮. নাটোরে দুর্গা প্রতিমা ভাংচুরকারী হিন্দু আটক  – http://archive.is/0Trpk
.
.
এই  খবরগুলো বিশ্লেষণ করলে একটি রহস্য বেরিয়ে আসে, সেটা হলো মূর্তি ভাঙ্গার ঘটনার পেছনে ধর্মীয় বা সাম্প্রদায়িক সংঘাত নেই, আছে জমি-জমা নিয়ে দ্বন্দ্ব বা অন্য কোন কারণে ব্ল্যাকমেল করার চেষ্টা।
.
.
- Miraj Gazi

Comments

Popular posts from this blog

মানহাজ ও মাযাহাব নিয়ে যত দ্বন্দ্বের জবাব....

[Special thanks to brother Mainuddin Ahmad for providing some important reference] . মানহাজ অর্থ পথ (path) অথবা পদ্ধতিগত বা নিয়মগত বা প্রণালিগত বিদ্যা (Methodology)। মানহাজ বললে তাই তাকে দুই ভাবে ভাবা হয় - ১) সহিহ মানহাজ, ২) ভ্রান্ত বা বাতিল মানহাজ। . সহিহ মানহা...

কৃষ্ণ কি আল্লাহর নবী ছিল?

এই প্রশ্নটা আমাকেও করা হয়েছে সম্ভবত কয়েকবার। কিন্তু প্রশ্নের উত্তরটা বড়ই জটিল। কারণ এর কোনো যথাযথ উত্তর আমাদের জানা নেই। যদি কৃষ্ণের গোপীদের সাথে লীলার কাজকে সত্য বলে...

ভগবতগীতার বর্ণভেদ নিয়ে ভক্তদের ভণ্ডামির জবাব

============================ চাতুর্বর্ণ্যং ময়া সৃষ্টং গুণকর্মবিভাগশঃ৷ তস্য কর্তারমপি মাং বিদ্ধ্যকর্তারমব্যয়ম্৷৷১৩ অর্থ:  "প্রকৃতির তিনটি গুণ এবং কর্ম অনুসারে আমি মনুষ্য সমাজে চারটি বর্ণ...