"আবূ হুরাইরাহ্ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ক্বিয়ামাত কায়িম হবে না, যে পর্যন্ত না ইল্ম উঠিয়ে নেয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে,
.
**সময় সংকুচিত হয়ে আসবে,**
.
ফিতনা প্রকাশ পাবে এবং হারজ বৃদ্ধি পাবে। হারজ খুন-খারাবী। তোমাদের ধন-সম্পদ এত বৃদ্ধি পাবে যে, উপচে পড়বে।"
.
[সহীহ বুখারী (তাওহীদ)
অধ্যায়ঃ ১৫/পানি প্রার্থনা (كتاب الاستسقاء)
হাদিস নম্বরঃ ১০৩৬
হাদিসের মানঃ সহিহ (Sahih) http://www.hadithbd.com/share.php?hid=24875]
.
.
আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী তাঁর কিয়ামতের আলামত গ্রন্থতে এ সম্পর্কে লিখছেন,
.
"আলেমগণ সময় খাটো হয়ে যাওয়ার কয়েকটি অর্থ করেছেন।
(১) সময় ছোট হয়ে যাওয়ার অর্থ হলো সময়ের বরকত কমে যাওয়া। আল্লামা ইবনে হাজার আসকালানী (রঃ) বলেনঃ আমাদের সময়ে এই আলামতটি প্রকাশিত হয়েছে। সময় দ্রুত চলে যাচ্ছে। অথচ আমাদের যুগের পূর্বে এ রকম মনে হতোনা। [ফাতহুলবারী, (১৩/১৬)]
.
(২) কেউ কেউ বলেছেনঃ ইমাম মাহদীর যুগে এটি সংঘটিত হবে। কেননা তখন মানুষের মাঝে চরম সুখণ্ডশান্তি বিরাজ করবে। কারণ সুখণ্ডশান্তি ও আনন্দের মুহূর্তে সময় দীর্ঘ হলেও খাটো মনে হয়। আর দুঃখণ্ডকষ্টের মুহূর্তে সময় অল্প হলেও তা অনেক লম্বা মনে হয়।
.
(৩) কেউ কেউ বলেছেনঃ কিয়ামতের পূর্বে প্রকৃতভাবেই সময় খাটো হয়ে যাবে এবং তা দ্রুত চলে যাবে। সে হিসেবে এই আলামতটি এখনো আসেনি। তবে কিয়ামতের পূর্বে তা অবশ্যই আগমণ করবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামএর বাণী বাস্তবে রূপ নিবে।"
.
[গ্রন্থঃ কিয়ামতের আলামত
অধ্যায়ঃ কিয়ামতের ছোট আলামত
উৎস - http://www.hadithbd.com/shareqa.php?qa=3086]
.
.
এখন যদি আমরা তৃতীয় ব্যাখ্যাটি নিই যেখানে বলা হচ্ছে //কিয়ামতের পূর্বে প্রকৃতভাবেই সময় খাটো হয়ে যাবে এবং তা দ্রুত চলে যাবে//, তাহলে মাদানী সাহেবের মতে এই আলামতটা হয়ত এখনও আসেনি। ওনার প্রতি সম্মান রেখেই বলছি যে, উনি ওনার দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন, আমি ওনার বক্তব্যের সমালোচনার যোগ্যতা রাখি না। কিন্তু তবুও যখন আমার কাছে একটা বিষয়কে সত্য বলে মনে হচ্ছে, তখন অন্তত আমার কাছের ভাইদের আমার এই বিষয়টি জানানো কর্তব্য বলে মনে হচ্ছে যে, আমার মতে এই আলামতটির প্রকাশ যদিও পুরোপুরি নাও হয়ে থাকে, তবে আংশিক হলেও এর প্রকাশ ঘটে গেছে।
.
এর মানে হল সত্যি সত্যিই সময় ছোট হয়ে গেছে!
.
কীভাবে??
.
এটা বোঝার আগে দেখুন, হাদিসে কিন্তু বলা হয়নি যে, সময় প্রাচীনকালের তুলনায় ভবিষ্যতে সময় ছোট হয়ে যাবে। বরং কেবল বলা হয়েছে যে, সময় ছোট হয়ে যাবে। অর্থাৎ কীসের সাপেক্ষে ছোট হবে তা বলা হয়নি।
.
এখন দেখুন, সময় সব জায়গায় একই রকম ভাবে চলে - এটা আমরা জানতাম বিজ্ঞানী নিউটনের সময়কাল পর্যন্ত। যখন আইনস্টাইন আসেন, তখন তিনি ধারণা দেন যে, সময় সব জায়গায় একই রকমভাবে চলে না। মহাবিশ্বের বিভিন্ন স্থানে সময় বিভিন্নভাবে চলে। যদি কারো গতিবেগ আলোর গতির কাছাকাছি যেতে থাকে, তবে সেই ব্যক্তির কাছে সময় ধীরে চলতে শুরু করবে। যদি পৃথিবী থেকে কোনো যুবক ব্যক্তি আলোর গতির অর্ধেক গতিবেগ নিয়ে চলতে শুরু করে মহাকাশের কোথাও ঘুরে এসে ২ বছর পর পৃথিবীতে ফিরে আসে, তবে সে দেখবে যে, পৃথিবীতে সত্যি সত্যিই অনেক বছর পার হয়ে গেছে, অথচ তার কাছে মাত্র ২ বছর পার হবে। এখানে যার কাছে ২ বছর পার হয়েছে, তার কাছে সময় ধীরে চলেছে তাই পৃথিবীতে সময় দ্রুত পার হয়ে গেছে। একে বলে টাইম ডাইলেশন (Time Dilation), যেটি কোনো কল্পনা নয়, বরং এটা আজ প্রমাণিত সত্য। এটি কীভাবে হয় বা এর প্রক্রিয়া কী, এটা জানতে এই ভিডিওটি দেখতে পারেন - https://youtu.be/_Jmza52-OIE
.
তাহলে দেখুন, সময় যে ছোট হচ্ছে, এটা হচ্ছে মহাবিশ্বের এক স্থানের সাপেক্ষে অন্য স্থানে। আর এই সত্যটি আমরা যতদিন জানতাম না, ততদিন আমরা ভাবতাম যে, সময় সব জায়গায় একইভাবে চলে। তাই যখন আমরা আবিষ্কার করলাম যে, সময় মহাবিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে চলে, তখন থেকে আমাদের কাছে এটা পরিষ্কার হল যে, সময় কোনো কোনো স্থানে পৃথিবীর চেয়ে ধীরেও হতে পারে, আর সেই সাপেক্ষে পৃথিবীতে সময় দ্রুতগতিতে চলবে! আর এই বিষয়টি আধুনিক বিজ্ঞানের আবিষ্কার যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বলা কেয়ামতের আলামতকে নিশ্চিত করছে যে, আমাদের কাছে সময় এক সময় ছোট হয়ে যাবে তথা দ্রুতগতিতে চলছে - এরূপ ধারণা সৃষ্টি হবে। আল্লাহু আকবার!! এটা থেকে আরও প্রমাণিত হয়, রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত শতভাগ সত্য, যাতে কোনো সন্দেহ নেই!! আল্লাহ তাআলা আমাদের ফিতনা ও কেয়ামতের ভয়াবহতা হতে রক্ষা করুন। আমিন।
.
ٱقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ فِى غَفْلَةٍ مُّعْرِضُونَ
.
"মানুষের হিসাব গ্রহণের কাল ক্রমশঃ ঘনিয়ে আসছে কিন্তু তারা গাফলতিতে মুখ ফিরিয়ে রেখেছে।" (আল-কোরআন, ২১:১)
.
.
وَكَذَّبُوا۟ وَٱتَّبَعُوٓا۟ أَهْوَآءَهُمْۚ وَكُلُّ أَمْرٍ مُّسْتَقِرٌّ
.
"তারা সত্য প্রত্যাখ্যান করে এবং নিজ খেয়াল-খুশীর অনুসরণ করে, আর প্রত্যেক ব্যাপারই যথাসময়ে লক্ষ্যে পৌঁছবে।" (আল-কোরআন, ৫৪:৩)
.
.
===========
#আহমেদ_আলি
[Special thanks to brother Mainuddin Ahmad for providing some important reference] . মানহাজ অর্থ পথ (path) অথবা পদ্ধতিগত বা নিয়মগত বা প্রণালিগত বিদ্যা (Methodology)। মানহাজ বললে তাই তাকে দুই ভাবে ভাবা হয় - ১) সহিহ মানহাজ, ২) ভ্রান্ত বা বাতিল মানহাজ। . সহিহ মানহা...
Comments
Post a Comment