Skip to main content

ভাইফোঁটার মাহাত্ম্য....


[লেখাটি হিন্দু সম্প্রদায়ের কাউকে অপমানের উদ্দেশ্যে নয়। বরং কেবলই সত্যকে তুলে ধরার জন্য। আমাদের রেফারেন্স গুলো যাচাই করে দেখুন। আর এরপরও যদি কোথাও ভুল থাকে, তবে তা ধরিয়ে দিলে উপকৃত হব।]
.
হিন্দু সম্প্রদায়ের ভাইফোঁটার বিষয়টি ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন নামে প্রচলিত। এই ভাইফোঁটার উৎপত্তি নিয়ে উইকিপিডিয়ায় বলা হচ্ছে,
.
"এই উৎসবের আরও একটি নাম হল যমদ্বিতীয়া। কথিত আছে, এই দিন মৃত্যুর দেবতা যম তাঁর বোন যমুনার হাতে ফোঁটা নিয়েছিলেন। অন্য মতে, নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর যখন কৃষ্ণ তাঁর বোন সুভদ্রার কাছে আসেন, তখন সুভদ্রা তাঁর কপালে ফোঁটা দিয়ে তাঁকে মিষ্টি খেতে দেন। সেই থেকে ভাইফোঁটা উৎসবের প্রচলন হয়।"[১]
.
অর্থাৎ যমুনা, যমকে এবং ভদ্রা, কৃষ্ণকে ভাইফোঁটা দেওয়ার ফলেই প্রধানত এই রীতি পালনের প্রতি গুরুত্ব দেওয়া হয়।
.
এখন চলুন ঋগ্বেদ এর দশম মণ্ডল এর দশম স্তোস্ত্র (10th hymn) থেকে যম এবং যমুনার মধ্যকার সম্পর্কটি একটু ভালভাবে পর্যালোচনা করি।
রেফারেন্স check করতে এই ওয়েবসাইটে ভিজিট করুন:
https://en.m.wikisource.org/wiki/The_Rig_Veda/Mandala_10/Hymn_10
.
.
৭ নং শ্লোকে বলা হচ্ছে,
.
**"I, Yami, am possessed by love of Yama, that I may rest on the same couch beside him.** I as a wife would yield me to my husband. Like car-wheels let us speed to meet each other."[২]
.
অর্থাৎ, ৭ নং শ্লোক থেকে দেখা যায়, যমুনা (yami), যম (yam) এর প্রেমে আসক্ত হয়ে যায়। আমাদের প্রশ্ন হল, কেবল ফোঁটা দিয়ে কি তাহলে এই আসক্তি দূর করা সম্ভব?
.
১০ নং শ্লোকে বলা হচ্ছে,
.
"Sure there will come succeeding times when brothers and sisters will do acts unmeet for kinsfolk...."[৩]
.
অর্থাৎ যমুনার বক্তব্য অনুযায়ী, এমন এক সময় আসবে যখন ভাই-বোনের মধ্যে এমন আসক্তি তৈরি হবে।
.
১১ নং শ্লোক বলছে,
.
"...Forced by my love these many words I utter. Come near, and hold me in thy close embraces."[৪]
.
অর্থাৎ যমুনা কামের বশে তার ভাই যমকে আলিঙ্গনের বাসনা প্রকাশ করে।
.
১২ নং শ্লোক বলছে,
.
"I will not fold mine arms about thy body: they call it sin when one comes near his sister. Not me,- prepare thy pleasures with another: thy brother seeks not this from thee, O fair one."[৫]
.
অর্থাৎ, যমুনার নিবেদন যম প্রত্যাখান করে।
.
১৩ নং শ্লোক বলছে,
.
"Alas! thou art indeed a weakling, Yama we find in thee no trace of heart or spirit."[৬]
.
অর্থাৎ, যমুনাকে তৃপ্তি দিতে রাজি না হওয়ায় সে তার ভাই যমকে নির্দয় হিসেবে নিন্দা করছে।
.
এগুলো থেকে পরিষ্কার বোঝা যায় যে, ফোঁটা দেওয়া ও নেওয়া সমাজকে দেখানোর জন্য কেবল একটি বাহ্যিক রীতি মাত্র। এর মাধ্যমে ভাই-বোনের আসক্তি দূর করা সম্ভব নয়!
.
ইসলাম এহেন ভ্রাতৃত্ববোধকে প্রত্যাখান করে যেখানে নেই কোনো হিজাব, নেই কোনো আল্লাহ অভিমুখী চিন্তা, বরং আছে শুধু ঈমান বিহীন বাহ্যিক আচার ও রীতি!
.
ইসলামের ভ্রাতৃত্ববোধ প্রকাশের জন্য আমাদের চিহ্ন বা প্রতীকের মাধ্যমে লোককে তা দেখানোর প্রয়োজন হয় না। বরং উম্মাহ এর মধ্যে ভ্রাতৃত্ববোধ টিকে থাকবে ঈমান এর জন্য, আর এর মধ্যে থাকবে হিজাব এর মাধ্যমে শালীনতাবোধ!
.
"আনাস (রাযি.) হতে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিনটি গুণ যার মধ্যে আছে, সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারেঃ
.
১। আল্লাহ্ ও তাঁর রাসূল তার নিকট অন্য সকল কিছু হতে অধিক প্রিয় হওয়া;
.
২। **কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালবাসা;**
.
৩। কুফরীতে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মত অপছন্দ করা।"[৭]
.
.
وَلَا تَقْرَبُوا۟ ٱلزِّنَىٰٓۖ إِنَّهُۥ كَانَ فَٰحِشَةً وَسَآءَ سَبِيلًا
.
"আর তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না, নিশ্চয় তা অশ্লীল কাজ ও অত্যন্ত মন্দ পথ।"[৮]
.
.
قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا۟ مِنْ أَبْصَٰرِهِمْ وَيَحْفَظُوا۟ فُرُوجَهُمْۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْۗ إِنَّ ٱللَّهَ خَبِيرٌۢ بِمَا يَصْنَعُونَ
وَقُل لِّلْمُؤْمِنَٰتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَٰرِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَاۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ ءَابَآئِهِنَّ أَوْ ءَابَآءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَآئِهِنَّ أَوْ أَبْنَآءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَٰنِهِنَّ أَوْ بَنِىٓ إِخْوَٰنِهِنَّ أَوْ بَنِىٓ أَخَوَٰتِهِنَّ أَوْ نِسَآئِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَٰنُهُنَّ أَوِ ٱلتَّٰبِعِينَ غَيْرِ أُو۟لِى ٱلْإِرْبَةِ مِنَ ٱلرِّجَالِ أَوِ ٱلطِّفْلِ ٱلَّذِينَ لَمْ يَظْهَرُوا۟ عَلَىٰ عَوْرَٰتِ ٱلنِّسَآءِۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّۚ وَتُوبُوٓا۟ إِلَى ٱللَّهِ جَمِيعًا أَيُّهَ ٱلْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
.
"মুমিন পুরুষদেরকে বল, তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করবে। এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয় তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত।
.
আর মুমিন নারীদেরকে বল, যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করে। আর যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে। আর তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজদের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাই এর ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ, তাদের ডান হাত যার মালিক হয়েছে, অধীনস্থ যৌনকামনামুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে নিজদের সৌন্দর্য প্রকাশ না করে। আর তারা যেন নিজদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদচারণা না করে। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তাওবা কর, যাতে তোমরা সফলকাম হতে পার।"[৯]
.
.
.
________________________
তথ্যসূত্র:
[১] https://bn.m.wikipedia.org/wiki/ভাইফোঁটা
[২] RigVeda, 10:10:7; translated by Ralph T.H. Griffith, source – https://en.m.wikisource.org/wiki/The_Rig_Veda/Mandala_10/Hymn_10
[৩] RigVeda, 10:10:10; translated by Ralph T.H. Griffith, source – https://en.m.wikisource.org/wiki/The_Rig_Veda/Mandala_10/Hymn_10
[৪] RigVeda, 10:10:11; translated by Ralph T.H. Griffith, source – https://en.m.wikisource.org/wiki/The_Rig_Veda/Mandala_10/Hymn_10
[৫] RigVeda, 10:10:12; translated by Ralph T.H. Griffith, source – https://en.m.wikisource.org/wiki/The_Rig_Veda/Mandala_10/Hymn_10
[৬] RigVeda, 10:10:13; translated by Ralph T.H. Griffith, source – https://en.m.wikisource.org/wiki/The_Rig_Veda/Mandala_10/Hymn_10
[৭] সহীহ বুখারী (তাওহীদ)
অধ্যায়ঃ ২/ ঈমান (বিশ্বাস) (كتاب الإيمان)
হাদিস নম্বরঃ ১৬
হাদিসের মানঃ সহিহ (Sahih) http://www.hadithbd.com/share.php?hid=21880
[৮] আল-কোরআন, ১৭:৩২
[৯] আল-কোরআন, ২৪:৩০-৩১
=========================

Comments

Popular posts from this blog

মানহাজ ও মাযাহাব নিয়ে যত দ্বন্দ্বের জবাব....

[Special thanks to brother Mainuddin Ahmad for providing some important reference] . মানহাজ অর্থ পথ (path) অথবা পদ্ধতিগত বা নিয়মগত বা প্রণালিগত বিদ্যা (Methodology)। মানহাজ বললে তাই তাকে দুই ভাবে ভাবা হয় - ১) সহিহ মানহাজ, ২) ভ্রান্ত বা বাতিল মানহাজ। . সহিহ মানহা...

কৃষ্ণ কি আল্লাহর নবী ছিল?

এই প্রশ্নটা আমাকেও করা হয়েছে সম্ভবত কয়েকবার। কিন্তু প্রশ্নের উত্তরটা বড়ই জটিল। কারণ এর কোনো যথাযথ উত্তর আমাদের জানা নেই। যদি কৃষ্ণের গোপীদের সাথে লীলার কাজকে সত্য বলে...

ভগবতগীতার বর্ণভেদ নিয়ে ভক্তদের ভণ্ডামির জবাব

============================ চাতুর্বর্ণ্যং ময়া সৃষ্টং গুণকর্মবিভাগশঃ৷ তস্য কর্তারমপি মাং বিদ্ধ্যকর্তারমব্যয়ম্৷৷১৩ অর্থ:  "প্রকৃতির তিনটি গুণ এবং কর্ম অনুসারে আমি মনুষ্য সমাজে চারটি বর্ণ...