আফসোস এই জাতির জন্য!
টিভি ভর্তি যৌনতা—
⏩উহা তো সিনেমা ❗
◾কাগজ ভর্তি যৌনতা—
⏩উহা তো কবিতা ❗
◽ক্যাসেট ভর্তি যৌনতা—
⏩উহা তো সঙ্গীত ❗
◾বিলবোর্ড ভর্তি যৌনতা—
⏩উহা তো বিজ্ঞাপন ❗
◽ক্যানভাস ভর্তি যৌনতা—
⏩উহা তো পেইন্টিং ❗
◾পাথর ভর্তি যৌনতা—
⏩উহা তো ভাস্কর্য ❗
🔵 সমগ্র পৃথিবীর.....
▶ খাঁজে-ভাঁজে,
▶ মাংসে- অংশে,
▶ পাহাড়ে-নহরে,
▶ উদ্যানে-বিদ্বানে,
▶ শহরে-নগরে,
▶ কন্দরে-বন্দরে যৌনতা…… ??
🔽উহা যে শিল্প, উহা যে আর্ট
🔼উহা যে আর্টেরই পার্ট ।
⏩……ফলাফল ……⏪
⚫বাসে ধর্ষণ, বাসায় ধর্ষণ
▫রেলে ধর্ষণ, রেল স্টেশনে ধর্ষণ
⚫খেলায় ধর্ষণ, মেলায় ধর্ষণ
▫মাঠে ধর্ষণ, পাঠশালায় ধর্ষণ
⚫ক্ষেতে ধর্ষণ, খামারে ধর্ষণ
▫গাঁয়ে ধর্ষণ, শহরে ধর্ষণ
⚫কিশোরী ধর্ষণ, তরুনী ধর্ষণ
▫মধ্যা ধর্ষণ, বৃদ্ধা ধর্ষণ
🔽কোচিংয়ের নামে ধর্ষণ
🔼পড়ানোর নামে ধর্ষণ
🔽রাজনীতির নামে ধর্ষণ
🔼নেত্রী বানানোর নামে ধর্ষণ
🔽মডেলিংয়ের নামে ধর্ষণ
🔼অভিনয়ের নামে ধর্ষণ
.
"ইন্দ্রিয় বিষয় চিন্তা করতে করতে মানুষের আসক্তি জন্মায়, আসক্তি থেকে কামনার উদয় হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। এবং মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে পতিত হয়।" (ভগবতগীতা, ২:৬২-৬৩)
.
"তুমি কি তাকে দেখেছো যে তার উপাস্য বানিয়েছে নিজের প্রবৃত্তিকে? তবুও কি তুমি তার জিম্মাদার হবে?
তুমি মনে করো, তাদের অধিকাংশ শোনে কিংবা বোঝে? তারা তো চতুষ্পদ জন্তুর ন্যায়; বরং তারা আরও অধিক পথভ্রষ্ট।"
(আল-কোরআন, ২৫:৪৩-৪৪)
#Collected
Comments
Post a Comment