♦ তৎকালীন ইসলামবিরোধী লোকেরাও জানত যে, রাসূল(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ছিলেন অন্যদের মতই একজন মানুষ:
.
لَاهِيَةً قُلُوبُهُمْۗ وَأَسَرُّوا۟ ٱلنَّجْوَى ٱلَّذِينَ ظَلَمُوا۟ هَلْ هَٰذَآ إِلَّا بَشَرٌ مِّثْلُكُمْۖ أَفَتَأْتُونَ ٱلسِّحْرَ وَأَنتُمْ تُبْصِرُونَ
.
"তাদের অন্তর থাকে অমনোযোগী এবং যালিমরা গোপনে পরামর্শ করে,
.
**‘এ তো তোমাদের মতই একজন মানুষ।**
.
এরপরও কি তোমরা দেখে শুনে যাদুর কবলে পড়বে’?"
(আল-কোরআন, ২১:৩)
.
.
♦ রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পূর্বের নবী-রাসূলদের মতই মানুষ ছিলেন যিনি স্বাভাবিক খাবার খেতেন:
.
وَمَآ أَرْسَلْنَا قَبْلَكَ إِلَّا رِجَالًا نُّوحِىٓ إِلَيْهِمْۖ فَسْـَٔلُوٓا۟ أَهْلَ ٱلذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ
وَمَا جَعَلْنَٰهُمْ جَسَدًا لَّا يَأْكُلُونَ ٱلطَّعَامَ وَمَا كَانُوا۟ خَٰلِدِينَ
.
**"(হে মুহাম্মাদ) তোমার পূর্বে আমি মানুষই প্রেরণ করেছি, যাদের কাছে আমি ওহী পাঠাতাম।**
.
অতএব তোমরা যদি না জান তবে যারা স্মরণ রাখে তাদেরকে জিজ্ঞেস কর।
.
**আমি তাদেরকে এমন দেহ বিশিষ্ট করিনি যে, তারা খাদ্য ভক্ষণ করত না এবং তারা চিরস্থায়ীও ছিল না।"**
(আল-কোরআন, ২১:৭-৮)
.
**"তোমার পূর্বে আমি যে সব রাসূল প্রেরণ করেছি তারা সবাই আহার করত** ও হাটে-বাজারে চলাফেরা করত..."
(আল-কোরআন, ২৫:২০)
.
.
♦ নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদের মতই একজন সাধারণ মানুষ:
.
قُلْ إِنَّمَآ أَنَا۠ بَشَرٌ مِّثْلُكُمْ يُوحَىٰٓ إِلَىَّ أَنَّمَآ إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَٰحِدٌۖ فَمَن كَانَ يَرْجُوا۟ لِقَآءَ رَبِّهِۦ فَلْيَعْمَلْ عَمَلًا صَٰلِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِۦٓ أَحَدًۢا
.
***"(হে মুহাম্মাদ তুমি) বলে দাও, ‘আমি তোমাদেরই মত একজন মানুষ,***
.
আমার নিকট প্রত্যাদেশ করা হয় যে, তোমাদের ইলাহ কেবল এক ইলাহ। কাজেই যে ব্যক্তি তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাতের আশা করে, সে যেন সৎ ‘আমল করে আর তার প্রতিপালকের ‘ইবাদাতে কাউকে শরীক না করে।’"
(আল-কোরআন, ১৮:১১০)
.
.
সুতরাং হে মুসলিম ভাই ও বোনেরা শির্ক আর কুফরযুক্ত ধারণা থেকে বেরিয়ে আসুন আর সত্যটা স্বীকার করে নিন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মতই মাটির উপাদানে তৈরি মানুষ ছিলেন।
[Special thanks to brother Mainuddin Ahmad for providing some important reference] . মানহাজ অর্থ পথ (path) অথবা পদ্ধতিগত বা নিয়মগত বা প্রণালিগত বিদ্যা (Methodology)। মানহাজ বললে তাই তাকে দুই ভাবে ভাবা হয় - ১) সহিহ মানহাজ, ২) ভ্রান্ত বা বাতিল মানহাজ। . সহিহ মানহা...
Comments
Post a Comment