যারা মনে করেন যে, তিনি অগ্নি পূজার নিয়তে এ কাজ করছেন না, তারা আমায় একটু বলবেন কি, যে রাসূল(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বা তাঁর সাহাবাদের কেউ কি এমন ধরণের শ্রদ্ধাজ্ঞাপনের নিয়মকে কখনও সমর্থন করেছেন কিনা?
.
বরং উল্টে আল্লাহর রাসূল(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে বলেছেন।
.
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
.
***"...অবশ্যই তোমরা একটা একটা ক’রে তোমাদের পূর্ববর্তী (জাতির) পথ অনুসরণ করবে।"***
.
[তিরমিযী ২১৮০, মুসনাদ আহমাদ ৫/২১৮;
হাদিসের মানঃ সহিহ (Sahih)
source - http://www.hadithbd.com/share.php?hid=65880]
.
.
♦ অগ্নি দেবতার প্রশংসার সাথে পরোক্ষ সাদৃশ্য:
.
অগ্নি জ্বালিয়ে যজ্ঞের ক্ষেত্রে প্রথমে অগ্নি দেবতাকে আহবান করা হয় অগ্নি দেবতার প্রশংসার মাধ্যমে। ঋগ্বেদে অগ্নি জ্বালিয়ে অগ্নিদেবের প্রশংসার নমুনা পাওয়া যায়:
.
"Worthy is **Agni to be praised** by living as by ancient seers. He shall bring hitherward the Gods."
.
[The Rig Veda, 1:1:2;
translated by Ralph T. H. Griffith;
source - https://en.m.wikisource.org/wiki/The_Rig_Veda/Mandala_1/Hymn_1]
.
তাহলে যারা আগুন জ্বালিয়ে সম্মান জ্ঞাপন করছেন মৃতদের জন্য, তারা কীসের পরোক্ষ অনুসরণ করছেন, ভেবে দেখুন!
.
♦ বিভিন্ন দেবতার আহবানের সাথে তুলনা:
.
অগ্নির মাধ্যমে যজ্ঞে অন্যান্য দেবতাদের আহবান করা হয় পার্থিব উন্নতির জন্য। এ সম্পর্কে ঋগ্বেদ বলছে,
.
"...He shall bring hitherward the Gods.
**Through Agni man obtaineth wealth, yea, plenty waxing day by day,**
Most rich in heroes, glorious. Agni, the perfect sacrifice which thou encompassest about Verily **goeth to the Gods."**
.
[The Rig Veda, 1:1:2-4;
translated by Ralph T. H. Griffith;
source - https://en.m.wikisource.org/wiki/The_Rig_Veda/Mandala_1/Hymn_1]
.
.
ঋগ্বেদ অনুযায়ী অগ্নি প্রজ্জ্বলনের মাধ্যমে কোনো কিছু কামনা করার জন্য অগ্নি দেবতারও পূজা বা উপাসনা করা হয়:
.
"Whatever blessing, ***Agni, thou wilt grant unto thy worshipper,*** That, Angiras, is indeed thy truth.
To thee, dispeller of the night, **O Agni,** day by day **with prayer** Bringing thee reverence, we come"
.
[The Rig Veda, 1:1:6-7;
translated by Ralph T. H. Griffith;
source - https://en.m.wikisource.org/wiki/The_Rig_Veda/Mandala_1/Hymn_1]
.
এছাড়াও প্ল্যানচেট, তান্ত্রিকদের শাক্ত উপাসনা প্রভৃতি বিভিন্ন কাজেও এহেন অগ্নি প্রজ্জ্বলিত করা হয় মুশরিকি ক্রিয়া সম্পাদনের জন্য!
.
তাই আধুনিকতা আর সহনশীলতার নামে এসব মুশরিকি ক্রিয়াকলাপ এখনই বর্জন করুন। নয়ত এর জন্যই একদিন আপনাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে হয়ত।
.
"ইবনু ‘উমার (রাঃ) হতে বৰ্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি কোন সম্প্রদায়ের অনুকরণ করবে, সে এ সম্প্রদায়ের বলেই গণ্য হবে।"
.
[আবূ দাউদ ৪০৩১; বুলুগুল মারাম ১৪৭১;
হাদিসের মানঃ সহিহ (Sahih)
source - http://www.hadithbd.com/share.php?hid=71282]
[Special thanks to brother Mainuddin Ahmad for providing some important reference] . মানহাজ অর্থ পথ (path) অথবা পদ্ধতিগত বা নিয়মগত বা প্রণালিগত বিদ্যা (Methodology)। মানহাজ বললে তাই তাকে দুই ভাবে ভাবা হয় - ১) সহিহ মানহাজ, ২) ভ্রান্ত বা বাতিল মানহাজ। . সহিহ মানহা...
Comments
Post a Comment