Skip to main content

♦ মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন মুশরিকি ক্রিয়াকলাপের পরোক্ষ অনুসরণ ছাড়া আর কিছুই নয়!!!


যারা মনে করেন যে, তিনি অগ্নি পূজার নিয়তে এ কাজ করছেন না, তারা আমায় একটু বলবেন কি, যে রাসূল(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বা তাঁর সাহাবাদের কেউ কি এমন ধরণের শ্রদ্ধাজ্ঞাপনের নিয়মকে কখনও সমর্থন করেছেন কিনা?
.
বরং উল্টে আল্লাহর রাসূল(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে বলেছেন।
.
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
.
***"...অবশ্যই তোমরা একটা একটা ক’রে তোমাদের পূর্ববর্তী (জাতির) পথ অনুসরণ করবে।"***
.
[তিরমিযী ২১৮০, মুসনাদ আহমাদ ৫/২১৮;
হাদিসের মানঃ সহিহ (Sahih)
source - http://www.hadithbd.com/share.php?hid=65880]
.
.
♦ অগ্নি দেবতার প্রশংসার সাথে পরোক্ষ সাদৃশ্য:
.
অগ্নি জ্বালিয়ে যজ্ঞের ক্ষেত্রে প্রথমে অগ্নি দেবতাকে আহবান করা হয় অগ্নি দেবতার প্রশংসার মাধ্যমে। ঋগ্বেদে অগ্নি জ্বালিয়ে অগ্নিদেবের প্রশংসার নমুনা পাওয়া যায়:
.
"Worthy is **Agni to be praised** by living as by ancient seers. He shall bring hitherward the Gods."
.
[The Rig Veda, 1:1:2;
translated by Ralph T. H. Griffith;
source - https://en.m.wikisource.org/wiki/The_Rig_Veda/Mandala_1/Hymn_1]
.
তাহলে যারা আগুন জ্বালিয়ে সম্মান জ্ঞাপন করছেন মৃতদের জন্য, তারা কীসের পরোক্ষ অনুসরণ করছেন, ভেবে দেখুন!
.
♦ বিভিন্ন দেবতার আহবানের সাথে তুলনা:
.
অগ্নির মাধ্যমে যজ্ঞে অন্যান্য দেবতাদের আহবান করা হয় পার্থিব উন্নতির জন্য। এ সম্পর্কে ঋগ্বেদ বলছে,
.
"...He shall bring hitherward the Gods.
**Through Agni man obtaineth wealth, yea, plenty waxing day by day,**
Most rich in heroes, glorious. Agni, the perfect sacrifice which thou encompassest about Verily **goeth to the Gods."**
.
[The Rig Veda, 1:1:2-4;
translated by Ralph T. H. Griffith;
source - https://en.m.wikisource.org/wiki/The_Rig_Veda/Mandala_1/Hymn_1]
.
.
ঋগ্বেদ অনুযায়ী অগ্নি প্রজ্জ্বলনের মাধ্যমে কোনো কিছু কামনা করার জন্য অগ্নি দেবতারও পূজা বা উপাসনা করা হয়:
.
"Whatever blessing, ***Agni, thou wilt grant unto thy worshipper,*** That, Angiras, is indeed thy truth.
To thee, dispeller of the night, **O Agni,** day by day **with prayer** Bringing thee reverence, we come"
.
[The Rig Veda, 1:1:6-7;
translated by Ralph T. H. Griffith;
source - https://en.m.wikisource.org/wiki/The_Rig_Veda/Mandala_1/Hymn_1]
.
এছাড়াও প্ল্যানচেট, তান্ত্রিকদের শাক্ত উপাসনা প্রভৃতি বিভিন্ন কাজেও এহেন অগ্নি প্রজ্জ্বলিত করা হয় মুশরিকি ক্রিয়া সম্পাদনের জন্য!
.
তাই আধুনিকতা আর সহনশীলতার নামে এসব মুশরিকি ক্রিয়াকলাপ এখনই বর্জন করুন। নয়ত এর জন্যই একদিন আপনাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে হয়ত।
.
"ইবনু ‘উমার (রাঃ) হতে বৰ্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি কোন সম্প্রদায়ের অনুকরণ করবে, সে এ সম্প্রদায়ের বলেই গণ্য হবে।"
.
[আবূ দাউদ ৪০৩১; বুলুগুল মারাম ১৪৭১;
হাদিসের মানঃ সহিহ (Sahih)
source - http://www.hadithbd.com/share.php?hid=71282]

Comments

Popular posts from this blog

মানহাজ ও মাযাহাব নিয়ে যত দ্বন্দ্বের জবাব....

[Special thanks to brother Mainuddin Ahmad for providing some important reference] . মানহাজ অর্থ পথ (path) অথবা পদ্ধতিগত বা নিয়মগত বা প্রণালিগত বিদ্যা (Methodology)। মানহাজ বললে তাই তাকে দুই ভাবে ভাবা হয় - ১) সহিহ মানহাজ, ২) ভ্রান্ত বা বাতিল মানহাজ। . সহিহ মানহা...

কৃষ্ণ কি আল্লাহর নবী ছিল?

এই প্রশ্নটা আমাকেও করা হয়েছে সম্ভবত কয়েকবার। কিন্তু প্রশ্নের উত্তরটা বড়ই জটিল। কারণ এর কোনো যথাযথ উত্তর আমাদের জানা নেই। যদি কৃষ্ণের গোপীদের সাথে লীলার কাজকে সত্য বলে...

ভগবতগীতার বর্ণভেদ নিয়ে ভক্তদের ভণ্ডামির জবাব

============================ চাতুর্বর্ণ্যং ময়া সৃষ্টং গুণকর্মবিভাগশঃ৷ তস্য কর্তারমপি মাং বিদ্ধ্যকর্তারমব্যয়ম্৷৷১৩ অর্থ:  "প্রকৃতির তিনটি গুণ এবং কর্ম অনুসারে আমি মনুষ্য সমাজে চারটি বর্ণ...