Skip to main content

♦ অবরোধ প্রথা হিন্দুধর্মের, ইসলামের নয়!!!!


বিকৃত মস্তিষ্কের বুদ্ধিজীবীরা ইসলামে পর্দা বলতে বোঝে হিন্দুধর্মের মনুসংহিতার ন্যায় অবরোধ প্রথা জাতীয় কিছু একটা! কিন্তু এরা কখনই হিন্দুধর্মের কথা বলে না। অথচ মাথার মধ্যে একদিকে যেমন এদের হিন্দুধর্মের বিকৃত রীতি নীতি ঘোরে, অন্যদিকে এর সাথে কাজ করে ইসলাম সম্পর্কে যাবতীয় অপবাদ আর অজ্ঞতা! তাই মূর্খ আর শয়তান - এই দুই দলের সাথে বিতর্ক করে কোনো লাভ নেই!
.
হিন্দুগ্রন্থ মনুসংহিতাই নারীকে বন্দি করার কথা বলছে, ইসলাম নয়:
.
"কোনো মেয়ে, যুবতী তরুণী অথবা বৃদ্ধা নারী - এদের কাউকেই স্বাধীনভাবে কোনো কিছু করতে দেওয়া যাবে না, এমনকি সেটা তার নিজের গৃহেও নয়।
শিশুকালে কোনো মেয়ে তার পিতার অধীনে থাকতে বাধ্য, যৌবনে তার স্বামীর অধীনে এবং স্বামী মারা গেলে তার ছেলে সন্তানদের অধীনে। একজন নারী অবশ্যই পরাধীনতায় আবদ্ধ।" [মনুসংহিতা, ৫:১৪৭-১৪৮]
.
"By a girl, by a young woman, or even by an aged one, nothing must be done independently, even in her own house.
In childhood a female must be subject to her father, in youth to her husband, when her lord is dead to her sons; a woman must never be independent."
.
[The Laws of Manu, 5:147-148;
tr. George Bühler,
source - http://www.sacred-texts.com/hin/manu/manu05.htm ]
.
.
গ্রন্থঃ দ্বীনী প্রশ্নোত্তর
অধ্যায়ঃ মহিলা ও পর্দা
লেখক: আব্দুল হামিদ ফাইযী
.
অবরোধ প্রথা কি ইসলামে স্বীকৃত?
.
ইসলামে অবরোধ প্রথা নেই। ইসলামে আছে পর্দার বিধান। মহিলার কর্মস্থল মাঠে-ঘাটে, কল-কারখানায়, অফিস-ক্লাবে নয়। ইসলাম মহিলাকে বাড়িতে থাকতে নির্দেশ দেয়। কুরআন বলে, “তোমরা স্বগৃহে অবস্থান কর এবং (প্রাক ইসলাম) জাহেলী যুগের মত নিজেদেরকে প্রদর্শন করে বেড়িয়ো না।” (আহযাবঃ ৩৩) হাদিস বলে, “তাদের ঘরই তাদের জন্য উত্তম।” ৫৩০ (আবূ দাঊদ ৫৭৬ নং)
.
তার মানে এই নয় যে, তারা ঘরের ভিতরে অর্গলবদ্ধ ও অবরুদ্ধ থাকবে। বরং তারা প্রয়োজনে পর্দার সাথে বের হতে পারবে। তবে তারা (প্রাক ইসলাম) জাহেলী যুগের মত  নিজেদেরকে প্রদর্শন করে বেড়াতে পারবে না। তাঁদেরকে মসজিদে যেতে বাঁধা দেওয়া যাবে না। তবে তারা সুগন্ধি বিলিয়ে বের হতে পারবে না। তারা প্রয়োজনে মাঠে ঘাটে ও বাজারে যেতে পারে। তবে ‘ছল করে জল আনতে যাওয়া’র মতো মামুলী প্রয়োজনে বাজারে বাজারে ফিরে বেড়াবে না।
.
মহিলা হেরেমের বন্দিনি নয়। যদিও কোন কোন পরিবেশে বাড়াবাড়ি করে তাকে বন্দিনী করে রাখা হয়। স্বামী স্ত্রী কর্তা বলে কোন কোন পুরুষ তার উপর অবৈধ কর্তৃত্ব করে।
.
source - http://www.hadithbd.com/shareqa.php?qa=408

Comments

Popular posts from this blog

মানহাজ ও মাযাহাব নিয়ে যত দ্বন্দ্বের জবাব....

[Special thanks to brother Mainuddin Ahmad for providing some important reference] . মানহাজ অর্থ পথ (path) অথবা পদ্ধতিগত বা নিয়মগত বা প্রণালিগত বিদ্যা (Methodology)। মানহাজ বললে তাই তাকে দুই ভাবে ভাবা হয় - ১) সহিহ মানহাজ, ২) ভ্রান্ত বা বাতিল মানহাজ। . সহিহ মানহা...

কৃষ্ণ কি আল্লাহর নবী ছিল?

এই প্রশ্নটা আমাকেও করা হয়েছে সম্ভবত কয়েকবার। কিন্তু প্রশ্নের উত্তরটা বড়ই জটিল। কারণ এর কোনো যথাযথ উত্তর আমাদের জানা নেই। যদি কৃষ্ণের গোপীদের সাথে লীলার কাজকে সত্য বলে...

ভগবতগীতার বর্ণভেদ নিয়ে ভক্তদের ভণ্ডামির জবাব

============================ চাতুর্বর্ণ্যং ময়া সৃষ্টং গুণকর্মবিভাগশঃ৷ তস্য কর্তারমপি মাং বিদ্ধ্যকর্তারমব্যয়ম্৷৷১৩ অর্থ:  "প্রকৃতির তিনটি গুণ এবং কর্ম অনুসারে আমি মনুষ্য সমাজে চারটি বর্ণ...