পাঠাইলে মোরে কুফরির নীড়ে,
অন্ধকারে ঠাসা!
পথ পাহিলাম দেখিয়া সে পথ,
সত্যের আলোর দিশা!
ছিল না সে পথ সম্মুখে মোর
উজ্জ্বলতর ওহে,
তবু অন্তর মম খুঁজিত তব
সর্বদা সাগ্রহে!
সকলে কহিত, 'ইহাই সত্য,
এখনও বুঝলি না রে!'
এ হেতু ছিলেম ভ্রষ্ট আমি
শির্কেরই বেড়াজালে!
হৃদয় ছিল মোহগ্রস্ত
মিথ্যা মায়াজালে,
অশ্রু ঝরিত কল্পনাতীত
বহু উপাস্য তরে!
ঘটিল একদা সেই বিস্ময়
কী আর বলিব হায়!
শুনিলাম তব আহবান ওগো
অন্তর কেঁপে যায়!
'এ কী বাণী তব হে মোর প্রভু?'
অন্তরাত্মা কয়!
শিহরিত হয় দেহ-মন মোর
শুদ্ধ হয় হৃদয়!
তব আহবান, উচ্ছাসে প্রাণ
সঙ্গে লইয়া ভবে,
ছুটিলাম আমি তোমারি পানে
সত্য উদঘাটিতে!
দেখিলাম বহু, শুনিলাম বহু,
জানিলামও কিছু কিছু;
তবু পাইলাম না গঞ্জনা আর
অপমান ছাড়া কভু!
চিনিলাম আমি জগতটারে
সত্য-ত্যাগী হৃদয়,
ভোগের তরে মত্ত সবে
কেমনে বুঝিবে হায়!
তব প্রাপ্তি, তব তুষ্টি
কর্ম তোমারই তরে;
এ হেতু আজি রণসংগ্রামে
রক্ষা করো মোরে!
জগতবাসী সত্য-ত্যাগী
হয় যদিওবা কভু,
দৃঢ় করো মোরে, পৃথক কোরো না,
সত্য হতে কভু!!!
- আহমেদ আলি
______________________
কবিতাটি আমার ইসলামে আসার অনুভূতি নিয়ে লেখা।
"ধর্মের জন্য কোন জোর-জবরদস্তি নেই। নিশ্চয় সুপথ প্রকাশ্যভাবে কুপথ থেকে পৃথক হয়েছে। সুতরাং যে তাগূতকে (অর্থাৎ, আল্লাহ ছাড়া অন্যান্য বাতিল উপাস্যসমূহকে) অস্বীকার করবে ও আল্লাহ এর ওপর বিশ্বাস স্থাপন করবে, নিশ্চয় সে এমনই এক শক্ত হাতল ধরবে, যা কখনও ভাঙার নয়। আর আল্লাহ সর্বশ্রোতা, মহাজ্ঞানী।"
(মহাগ্রন্থ আল-কোরআন, ২:২৫৬)
Comments
Post a Comment