Skip to main content

স্মরণ


তব স্মরণে উচ্ছাসে প্রাণ
হৃদয়ে মম গাঁথা,
গুঞ্জনে মম তোমারই এ নাম
দৃঢ় হোক সর্বদা!
.
দুঃখ এ মোর আনন্দ মাঝে
আছে লোভ-লালসা,
প্রশান্তি মম তোমারই স্মরণে
তৃপ্ত নিষ্কামতা!
.
দাও দাও মোরে, আরও দাও যেন
নিদারুণ এ চাহিদা!
তোমারই স্মরণে শুদ্ধ হৃদয়
শান্ত-স্থিরতা!
.
এ কী শক্তি স্মরণ মাঝে
বোঝে নি সে ওগো ভবে,
চিত্ত যার সদা ক্ষিপ্ত
রিপু দ্বারা ছুটে সবে!
.
বিবেক তরে জিজ্ঞাসে দেখ
শান্তি কি পাহিয়াছ?
শান্তি তো তব তোমারই তরে
তুমিই লুকাইতেছো!
.
লুকাইয়া তুমি যাইবে কোথা?
সত্য হতে বিমুখ বৃথা!
সমর্পণেই সঠিকতা,
কোথায় যাইতেছো?
.
প্রবৃত্তি পানে উন্মত্ততা,
ভোগের তরে নাশকতা,
লোক দেখানো চতুরতা,
শান্তি খুঁজিতেছো?
.
শান্তি কেবলই স্মরণ মাঝে
স্মরণ করিয়া দেখো,
তোমারই প্রভু মহান আল্লাহ
কল্যাণে সদা রত!!!
.
.
- আহমেদ আলি
.
====================
.
ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ ٱللَّهِۗ أَلَا بِذِكْرِ ٱللَّهِ تَطْمَئِنُّ ٱلْقُلُوبُ
.
"যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয়; জেনে রেখ, আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয়।"
[মহাগ্রন্থ আল-কোরআন, ১৩:২৮]

Comments

Popular posts from this blog

মানহাজ ও মাযাহাব নিয়ে যত দ্বন্দ্বের জবাব....

[Special thanks to brother Mainuddin Ahmad for providing some important reference] . মানহাজ অর্থ পথ (path) অথবা পদ্ধতিগত বা নিয়মগত বা প্রণালিগত বিদ্যা (Methodology)। মানহাজ বললে তাই তাকে দুই ভাবে ভাবা হয় - ১) সহিহ মানহাজ, ২) ভ্রান্ত বা বাতিল মানহাজ। . সহিহ মানহা...

কৃষ্ণ কি আল্লাহর নবী ছিল?

এই প্রশ্নটা আমাকেও করা হয়েছে সম্ভবত কয়েকবার। কিন্তু প্রশ্নের উত্তরটা বড়ই জটিল। কারণ এর কোনো যথাযথ উত্তর আমাদের জানা নেই। যদি কৃষ্ণের গোপীদের সাথে লীলার কাজকে সত্য বলে...

ভগবতগীতার বর্ণভেদ নিয়ে ভক্তদের ভণ্ডামির জবাব

============================ চাতুর্বর্ণ্যং ময়া সৃষ্টং গুণকর্মবিভাগশঃ৷ তস্য কর্তারমপি মাং বিদ্ধ্যকর্তারমব্যয়ম্৷৷১৩ অর্থ:  "প্রকৃতির তিনটি গুণ এবং কর্ম অনুসারে আমি মনুষ্য সমাজে চারটি বর্ণ...