তব স্মরণে উচ্ছাসে প্রাণ
হৃদয়ে মম গাঁথা,
গুঞ্জনে মম তোমারই এ নাম
দৃঢ় হোক সর্বদা!
.
দুঃখ এ মোর আনন্দ মাঝে
আছে লোভ-লালসা,
প্রশান্তি মম তোমারই স্মরণে
তৃপ্ত নিষ্কামতা!
.
দাও দাও মোরে, আরও দাও যেন
নিদারুণ এ চাহিদা!
তোমারই স্মরণে শুদ্ধ হৃদয়
শান্ত-স্থিরতা!
.
এ কী শক্তি স্মরণ মাঝে
বোঝে নি সে ওগো ভবে,
চিত্ত যার সদা ক্ষিপ্ত
রিপু দ্বারা ছুটে সবে!
.
বিবেক তরে জিজ্ঞাসে দেখ
শান্তি কি পাহিয়াছ?
শান্তি তো তব তোমারই তরে
তুমিই লুকাইতেছো!
.
লুকাইয়া তুমি যাইবে কোথা?
সত্য হতে বিমুখ বৃথা!
সমর্পণেই সঠিকতা,
কোথায় যাইতেছো?
.
প্রবৃত্তি পানে উন্মত্ততা,
ভোগের তরে নাশকতা,
লোক দেখানো চতুরতা,
শান্তি খুঁজিতেছো?
.
শান্তি কেবলই স্মরণ মাঝে
স্মরণ করিয়া দেখো,
তোমারই প্রভু মহান আল্লাহ
কল্যাণে সদা রত!!!
.
.
- আহমেদ আলি
.
====================
.
ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ ٱللَّهِۗ أَلَا بِذِكْرِ ٱللَّهِ تَطْمَئِنُّ ٱلْقُلُوبُ
.
"যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয়; জেনে রেখ, আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয়।"
[মহাগ্রন্থ আল-কোরআন, ১৩:২৮]
[Special thanks to brother Mainuddin Ahmad for providing some important reference] . মানহাজ অর্থ পথ (path) অথবা পদ্ধতিগত বা নিয়মগত বা প্রণালিগত বিদ্যা (Methodology)। মানহাজ বললে তাই তাকে দুই ভাবে ভাবা হয় - ১) সহিহ মানহাজ, ২) ভ্রান্ত বা বাতিল মানহাজ। . সহিহ মানহা...
Comments
Post a Comment