Skip to main content

বাইবেলই কোরআন এর সত্যতা প্রমাণ করে, অথচ অবিশ্বাসীরা নিজ নিজ মতবাদ থেকে বেরিয়ে আসতে প্রস্তুত নয়!!!


♦ Quran:
.
"আর তাকে ইসরাঈল বংশীয়গণের জন্য রাসূল করবেন (যে বলবে), 'নিশ্চয়ই আমি (ঈসা) তোমাদের প্রতিপালকের নিকট হতে নিদর্শনসহ তোমাদের নিকট আগমন করেছি;
.
নিশ্চয়ই আমি তোমাদের জন্য মাটি হতে পাখির আকার গঠন করব, অতঃপর ওর মধ্যে ফুৎকার দিব, অনন্তর **আল্লাহর আদেশে ওটা পাখি হয়ে যাবে**,
.
এবং জন্মান্ধকে ও কুষ্ঠ রোগীকে নিরাময় করি এবং **আল্লাহর আদেশে মৃতকে জীবিত করি**
.
এবং তোমরা যা আহার করো ও তোমরা যা স্বীয় গৃহের মধ্যে সংগ্রহ করে রাখ তদ্বিষয়ে সংবাদ দিচ্ছি - যদি তোমরা বিশ্বাসী হও, তাহলে নিশ্চয়ই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে।'" [আল-কোরআন, ৩:৪৯]
.
"And [make him] a messenger to the Children of Israel, [who will say], 'Indeed I have come to you with a sign from your Lord in that I design for you from clay [that which is] like the form of a bird,
.
then I breathe into it and it becomes a bird **by permission of Allah**.
.
And I cure the blind and the leper, and **I give life to the dead -  by permission of Allah**.
.
And I inform you of what you eat and what you store in your houses. Indeed in that is a sign for you, if you are believers.'" [Al-Quran, 3:49]
.
.
♣ Bible:
.
"**আমি নিজে থেকে কিছুই করতে পারি না**: আমি যেমনটা শুনি, তেমনটাই বিচার করি: আর আমার বিচার সঠিক; কারণ আমি নিজের ইচ্ছাকে গুরুত্ব দিই না, বরং আমার পিতার(সৃষ্টিকর্তার) ইচ্ছাকে প্রাধান্য দিই যিনি আমাকে পাঠিয়েছেন।"
.
"**I can of mine own self do nothing**: as I hear, I judge: and my judgment is just; because I seek not mine own will, but the will of the Father(Almighty God) which hath sent me."
.
[The KJV Bible, John 5:30]
.
.
♦ Quran:
.
"..(ঈসা বলল) **'আমি এসেছি আমার পূর্বে তাওরাতে যা ছিল তার সত্যতা প্রদান করতে**
.
এবং তোমাদের জন্য যা অবৈধ হয়েছে তার কতিপয় তোমাদের জন্য বৈধ করতে, আর তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের জন্য নিদর্শন নিয়ে; অতএব আল্লাহকে ভয় করো ও আমার অনুগত হও।'" (আল-কোরআন, ৩:৫০)
.
"..(Eesa said) **[I have come] confirming what was before me of the Torah**
.
and to make lawful for you some of what was forbidden to you. And I have come to you with a sign from your Lord, so fear Allah and obey me." [Al-Quran 3:50]
.
.
♣ Bible:
.
"এটা ভেবো না যে, আমি পূর্বোক্ত নিয়মগুলো বা নবীদের ধ্বংস করতে এসেছি: বরং আমি ধ্বংস নয়, এসেছি সেগুলো পূর্ণ করতে।"
.
"Think not that I am come to destroy the law, or the prophets: I am not come to destroy, but to fulfil."
.
(The KJV Bible, Matthew, 5:17)
.
.
♦ Quran:
.
"(ঈসা বলল) ‘নিশ্চয় আল্লাহ আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক, অতএব তাঁর ‘ইবাদাত কর, এটাই সরল পথ’।" (আল-কোরআন, ৩:৫১)
.
"(Eesa said) 'Truly! Allah is my Lord and your Lord, so worship Him (Alone). This is the Straight Path.'" (Al-Quran, 3:51)
.
.
♣ Bible:
.
"যীশু বললেন..... আমার ভ্রাতৃবৃন্দের কাছে যাও এবং তাদের বলো, আমি আরোহণ করবো আমার পিতা ও তোমাদের পিতার দিকে এবং ***আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বরের দিকে।"***
.
"Jesus saith..... go to my brethren, and say unto them, I ascend unto my Father, and your Father; and to ***my God, and your God."***
.
[The KJV Bible, John, 20:17]
.
.
"যীশু তাকে বললেন, 'হে নারী, বিশ্বাস রাখ, সেই সময়(কেয়ামত) উপস্থিত হবে, যখন তুমি এই পাহাড়েও অবস্থান করবে না, জেরুজালেমেও অবস্থান করবে না, ***সুতরাং পিতার(সৃষ্টিকর্তার) উপাসনা করো।"***
.
"Jesus saith unto her, Woman, believe me, the hour(Day of Judgement) cometh, when ye shall neither in this mountain, nor yet at Jerusalem, ***worship the Father (Almighty God)."***
.
[The KJV Bible, John, 4:21]
.
.
.
মহান আল্লাহ তাই ঘোষণা করছেন:
.
مَّا ٱلْمَسِيحُ ٱبْنُ مَرْيَمَ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِن قَبْلِهِ ٱلرُّسُلُ وَأُمُّهُۥ صِدِّيقَةٌۖ كَانَا يَأْكُلَانِ ٱلطَّعَامَۗ ٱنظُرْ كَيْفَ نُبَيِّنُ لَهُمُ ٱلْءَايَٰتِ ثُمَّ ٱنظُرْ أَنَّىٰ يُؤْفَكُونَ
.
"মারইয়াম পুত্র মাসীহ কেবল একজন রাসূল। তার পূর্বে অনেক রাসূল বিগত হয়েছে এবং তার মা ছিল অতি সত্যবাদী। তারা উভয়ে খাবার খেত। দেখ, কীভাবে আমি তাদের জন্য আয়াতসমূহ বর্ণনা করছি। অতঃপর দেখ, কীভাবে তারা সত্যবিমুখ হয়ে চলেছে।" (আল-কোরআন, ৫:৭৫)
.
"Christ the son of Mary was no more than a messenger; many were the messengers that passed away before him. His mother was a woman of truth. They had both to eat their (daily) food. See how Allah doth make His signs clear to them; yet see in what ways they are deluded away from the truth!" (Al-Quran, 5:75)
.
.
لَقَدْ كَفَرَ ٱلَّذِينَ قَالُوٓا۟ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلْمَسِيحُ ٱبْنُ مَرْيَمَۖ وَقَالَ ٱلْمَسِيحُ يَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱعْبُدُوا۟ ٱللَّهَ رَبِّى وَرَبَّكُمْۖ إِنَّهُۥ مَن يُشْرِكْ بِٱللَّهِ فَقَدْ حَرَّمَ ٱللَّهُ عَلَيْهِ ٱلْجَنَّةَ وَمَأْوَىٰهُ ٱلنَّارُۖ وَمَا لِلظَّٰلِمِينَ مِنْ أَنصَارٍ
.
"নিশ্চয়ই তারা কাফির হয়েছে যারা বলে - মসীহ ইবনে মারইয়ামই আল্লাহ। অথচ মসীহ্ নিজেই বলেছিলঃ হে বানী ইসরাঈল! তোমরা আল্লাহর ইবাদাত কর! যিনি আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক; নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর অংশী স্থাপন করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার বাসস্থান হবে জাহান্নাম; এবং এরূপ অত্যাচারীদের জন্য কোন সাহায্যকারী থাকবে না।" (আল-কোরআন, ৫:৭২)
.
"They do blaspheme who say: "Allah is Christ the son of Mary." But said Christ: "O Children of Israel! worship Allah, my Lord and your Lord." Whoever joins other gods with Allah,- Allah will forbid him the garden, and the Fire will be his abode. There will for the wrong-doers be no one to help." (Al-Quran, 5:72)

Comments

Popular posts from this blog

মানহাজ ও মাযাহাব নিয়ে যত দ্বন্দ্বের জবাব....

[Special thanks to brother Mainuddin Ahmad for providing some important reference] . মানহাজ অর্থ পথ (path) অথবা পদ্ধতিগত বা নিয়মগত বা প্রণালিগত বিদ্যা (Methodology)। মানহাজ বললে তাই তাকে দুই ভাবে ভাবা হয় - ১) সহিহ মানহাজ, ২) ভ্রান্ত বা বাতিল মানহাজ। . সহিহ মানহা...

কৃষ্ণ কি আল্লাহর নবী ছিল?

এই প্রশ্নটা আমাকেও করা হয়েছে সম্ভবত কয়েকবার। কিন্তু প্রশ্নের উত্তরটা বড়ই জটিল। কারণ এর কোনো যথাযথ উত্তর আমাদের জানা নেই। যদি কৃষ্ণের গোপীদের সাথে লীলার কাজকে সত্য বলে...

Permission of Adultery and Fornication in Hinduism - Remaining Part

Read the previous part here: http:// uniqueislamblog.blogspot.com /2017/11/ permission-of-adultery-and-fornication.html ?m=1 => Condemning physical relationship outside marriage: Generally physical relationship outside marriage is condemned in Hindu Philosophy. Bhagabat Gita says, "There are three gates leading to this hell-**lust**, anger, and greed. Every sane man should give these up, for they lead to the degradation of the soul." (Bhagabat Gita, 16:21) ['Bhagabat Gita As It Is' by His Divine Grace A.C. Bhaktivedanta Swami Prabhupada] This verse indicates that lust or desire outside marriage can lead one to hell if it is not maintained properly. It is further mentioned in Yajur Veda, "O God, **cast aside a lover**, **who cohabits with another's wife** ; **a paramour having illicit connection with a domestic woman** ; **an unmarried elder brother suffering from the pangs of passion** ; younger brother who has married before his elder to ...