শাইখ মুহাম্মাদ সালিহ আল মুনাজ্জিদ এর ফতোয়া হতে বিবৃত:
.
""সুফিবাদ" শব্দটি নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বা সাহাবাদের অথবা তাবেঈ'নদের সময়কালে প্রচলিত ছিল না। এটার প্রচলন সেই সময়ে হয় যখন কিছু সংখ্যক সাধু বা যোগীর আবির্ভাব ঘটে, যারা "পশম"("সোফ") পরিধান করত এবং (সুফি) এই নামটি তাদেরকে দেওয়া হয়েছিল। আরও বলা হয়ে থাকে যে, এই নামটি নেওয়া হয়েছে "সোফিয়া" ("sophia") শব্দ থেকে, গ্রীক ভাষায় যার অর্থ হল "বিজ্ঞতা"। শব্দটি আল-সাফা'(পবিত্রতা) থেকে আসেনি যেটা তাদের (সুফিদের) কেউ কেউ দাবি করে থাকেন, কারণ সাফা' থেকে যে বিশেষণ পদটি আসে সেটা হল সাফা'ই, সেটা সোফি(সুফি) নয়। এই নতুন নামের উদ্ভব ও সেই নামটি যে গোষ্ঠীর ওপর প্রয়োগ করা হয়েছে, তারা মুসলিমদের মধ্যে বিভক্তির পরিমাণকে বৃদ্ধি করেছিল। প্রথম যুগের সুফিদের সাথে পরবর্তী কালের সুফিদের পার্থক্য আছে যারা ব্যাপকভাবে বিদ'আত (নব প্রবর্তিত বিষয়) এর প্রচলন ছড়াতে থাকে এবং ছোট ও বড় ধরণের শির্ক-কে এবং এর পাশাপাশি সেই সকল নব আবিষ্কৃত বিষয়সমূহকেও মানুষের মাঝে সাধারণ বিষয় হিসেবে গড়ে তোলে, যেগুলো সম্বন্ধে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদেরকে সতর্ক করেছেন যখন তিনি বলেছিলেন,
"নব-আবিষ্কৃত বিষয় থেকে সাবধানতা অবলম্বন করো, কেননা প্রতিটি নব-আবিষ্কৃত বিষয়ই বিদআত এবং প্রতিটি বিদআতই পথভ্রষ্টতা।"
(তিরমিজি হতে বর্ণিত, যিনি হাদিসটিকে সহিহ হাসান বলেছেন)....."
.
.
["The word “Sufism” was not known at the time of the Messenger or the Sahaabah or the Taabi’een. It arose at the time when a group of ascetics who wore wool (“soof”) emerged, and this name was given to them. It was also said that the name was taken from the word “soofiya” (“sophia”) which means “wisdom” in Greek. The word is not derived from al-safa’ (“purity”) as some of them claim, because the adjective derived from safa’ is safaa’i, not soofi (sufi). The emergence of this new name and the group to whom it is applied exacerbated the divisions among Muslims. The early Sufis differed from the later Sufis who spread bid’ah (innovation) to a greater extent and made shirk in both minor and major forms commonplace among the people, as well as the innovations against which the Messenger (peace and blessings of Allaah be upon him) warned us when he said, “Beware of newly-invented things, for every newly-invented thing is an innovation and every innovation is a going-astray.” (Reported by al-Tirmidhi, who said it is saheeh hasan)....."
.
- Taken from the Fatwa of Sheikh Muhammed Salih Al-Munajjid; https://islamqa.info/en/4983]
.
.
আরও পড়ুন:
♦ Are the Sufi shaykhs really in contact with Allaah?
visit - https://islamqa.info/en/4983
.
♦ Who was al-Ghazzaali?
visit - https://islamqa.info/en/13473
.
♦ A brief look at Abdul-Qadir Jilani and Moinuddin Chishti, and their ‘aqeedah (doctrine)
visit - https://islamqa.info/en/143615
[Special thanks to brother Mainuddin Ahmad for providing some important reference] . মানহাজ অর্থ পথ (path) অথবা পদ্ধতিগত বা নিয়মগত বা প্রণালিগত বিদ্যা (Methodology)। মানহাজ বললে তাই তাকে দুই ভাবে ভাবা হয় - ১) সহিহ মানহাজ, ২) ভ্রান্ত বা বাতিল মানহাজ। . সহিহ মানহা...
Comments
Post a Comment