Skip to main content

মহাবিশ্বের আকার ও কোরআন এর বিস্ময়


NASA এর সাম্প্রতিক গবেষণা বলছে যে, মহাবিশ্বের আকৃতি সমতল বা flat, ঠিক একটা কাগজ বা paper sheet এর মত। এটা আমরা জানতে পারি মাত্র কয়েক বছর আগে।
.
"The simplest version of the inflationary theory, an extension of the Big Bang theory, predicts that the density of the universe is very close to the critical density, and that ***the geometry of the universe is flat, like a sheet of paper.***"
.
(Source - https://map.gsfc.nasa.gov/universe/uni_shape.html)
.
পদার্থবিদ Lawrence Krauss ব্যাখ্যা করেছেন কীভাবে মহাবিশ্বের জ্যামিতিক আকার সমতল বা flat হয়েছে। তার ব্যাখ্যাটা দেখুন এই লিঙ্কে:

https://youtu.be/Z1F_u3bP8E8
.
.
বহু গবেষণা আর বিপুল অর্থ খরচ করার পর মহাবিশ্ব এর আকার যা আধুনিক বিজ্ঞানীরা জানতে পেরেছেন মাত্র কয়েক বছর আগে, তা আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে মহাগ্রন্থ আল-কোরআনে বর্ণিত হয়েছে স্পষ্ট ভাষায়। মহান সৃষ্টিকর্তা আল্লাহ ঘোষণা করছেন যে, কেয়ামত দিবসে তিনি মহাবিশ্বকে গুটিয়ে নেবেন যেমন ভাবে কোনো কাগজকে গুটানো হয়।
.
The Noble Quran, Al-Anbiya, 21:104
.
يَوْمَ نَـطْوِىْ السَّمَآءَ كَطَـىِّ السِّجِلِّ لِلْكُتُبِ‌ؕ كَمَا بَدَاْنَاۤ اَوَّلَ خَلْقٍ نُّعِيْدُهٗ‌ؕ وَعْدًا عَلَيْنَا‌ؕ اِنَّا كُنَّا فٰعِلِيْنَ
.
Bengali Translation of Muhiuddin Khan:
.
"সেদিন আমি **আকাশকে গুটিয়ে নেব, যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র।**
যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম, সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূর্ণ করতেই হবে।"
.
.
English Translation of Sahih International:
.
"The Day when **We will fold the heaven like the folding of a [written] sheet for the records.**
As We began the first creation, We will repeat it. [That is] a promise binding upon Us. Indeed, We will do it."
.
.
ঐতিহাসিকভাবে আমরা জানি যে, নবীজী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ছিলেন নিরক্ষর। তিনি লিখতেও পারতেন না, পড়তেও জানতেন না। এমনকি তৎকালীন আরবের লোকেরা ছিল কুসংস্কারে আচ্ছন্ন এবং সেই সময়কে বলা হত "আইয়ামে জাহেলিয়াত" বা "অজ্ঞতার যুগ"।
.
তাহলে কীভাবে সম্ভব যে নিরক্ষর নবীজী কোরআনে অকল্পনীয় মহাবিশ্বের জ্যামিতিক আকার কেমন তা লিখে গেলেন, যখন তৎকালীন লোকেরা বিশ্বাস করত যে, প্রাকৃতিক ঘটনাগুলো সব দেব-দেবীদের দ্বারা নিয়ন্ত্রিত???
.
এটা নির্দেশ করে যে, এই কোরআন তাঁরই পক্ষ হতে যিনি এই মহাবিশ্বের প্রকৃত সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান আল্লাহ তায়ালা।
.
سَنُرِيْهِمْ اٰيٰتِنَا فِى الْاٰفَاقِ وَفِىْۤ اَنْفُسِهِمْ حَتّٰى يَتَبَيَّنَ لَهُمْ اَنَّهُ الْحَـقُّ‌ؕ اَوَلَمْ يَكْفِ بِرَبِّكَ اَنَّهٗ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ
.
"আমি শীঘ্র তাদের জন্য আমার নিদর্শনাবলী ব্যক্ত করব বিশ্বজগতে এবং তাদের নিজেদের মধ্যে। ফলে তাদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে ওটাই সত্য। এটা কি যথেষ্ট নয় যে, তোমার প্রতিপালক সর্ব বিষয়ে অবহিত?"
.
(মহাগ্রন্থ আল-কোরআন, ৪১:৫৩)
.
.
আহমেদ আলি সিরিজ/মহাবিশ্বের আকার ও কোরআন এর বিস্ময়

Comments

Popular posts from this blog

মানহাজ ও মাযাহাব নিয়ে যত দ্বন্দ্বের জবাব....

[Special thanks to brother Mainuddin Ahmad for providing some important reference] . মানহাজ অর্থ পথ (path) অথবা পদ্ধতিগত বা নিয়মগত বা প্রণালিগত বিদ্যা (Methodology)। মানহাজ বললে তাই তাকে দুই ভাবে ভাবা হয় - ১) সহিহ মানহাজ, ২) ভ্রান্ত বা বাতিল মানহাজ। . সহিহ মানহা...

কৃষ্ণ কি আল্লাহর নবী ছিল?

এই প্রশ্নটা আমাকেও করা হয়েছে সম্ভবত কয়েকবার। কিন্তু প্রশ্নের উত্তরটা বড়ই জটিল। কারণ এর কোনো যথাযথ উত্তর আমাদের জানা নেই। যদি কৃষ্ণের গোপীদের সাথে লীলার কাজকে সত্য বলে...

ভগবতগীতার বর্ণভেদ নিয়ে ভক্তদের ভণ্ডামির জবাব

============================ চাতুর্বর্ণ্যং ময়া সৃষ্টং গুণকর্মবিভাগশঃ৷ তস্য কর্তারমপি মাং বিদ্ধ্যকর্তারমব্যয়ম্৷৷১৩ অর্থ:  "প্রকৃতির তিনটি গুণ এবং কর্ম অনুসারে আমি মনুষ্য সমাজে চারটি বর্ণ...