ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসিয়ান প্রফেসর স্টিফেন হকিং এর দাবি হল, এই মহাবিশ্বের কোনো সৃষ্টিকর্তা নেই।
.
তার এই দাবির পুরো এপিসোড এর ভিডিওটি দেখুন এখানে:
.
Stephen Hawking’s Grand Design - Did God Create the Universe (Full Episode)
.
.
ইসলামিক বিচার:
সব কিছু ব্যাখ্যা করে শেষ পর্যায়ে এসে উনি বলেন কিনা যে, "big bang" বা "মহাবিস্ফোরণ" এর আগে সময় ছিল না, তাই নাকি সৃষ্টিকর্তাও ছিলেন না!
কী অদ্ভুত দাবি!
উনি কি দেখে এসেছেন নাকি যে সৃষ্টিকর্তা সময় শুরুর আগে ছিলেন কিনা!
এই নাস্তিকমনা লোকটি সামান্য এই বিষয়টিও জানেন না যে, সৃষ্টিকর্তা সমস্ত পদার্থ, শক্তি, সময়, space এর উর্ধ্বে এবং তাঁকে কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না।
.
"আর তাঁর সমতুল্য কিছুই নেই।"
(মহাগ্রন্থ আল-কোরআন, ১১২:৪)
.
.
ভিডিও এর মাঝে দেখা যায় যে, মিস্টার স্টিফেন হকিং চার্চে গিয়ে প্রশ্ন করে মহাবিশ্বের উৎপত্তির সন্তোষজনক ব্যাখ্যা পান নি। একবার ইসলামিক আলেমদের কাছে তো আসতে পারতেন! big bang যে ঘটেছে, তার আয়াতটা দেখে একে বারে পুরো ব্যাখ্যাটাও পেয়ে যেতেন ইন শা আল্লাহ।
.
Al-Anbiya 21:30
.
اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَـتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَاؕ وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّؕ اَفَلَا يُؤْمِنُوْنَ
.
Bengali - Bayaan Foundation Translation
.
"যারা কুফরী করে তারা কি ভেবে দেখে না যে, আসমানসমূহ ও যমীন ওতপ্রোতভাবে মিশে ছিল[1], অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম, আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম। তবুও কি তারা ঈমান আনবে না?"
.
[1] আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের মতে আদিতে আকাশ, সূর্য, নক্ষত্র ও পৃথিবী ইত্যাদি পৃথক সত্তায় ছিল না; বরং সবকিছুই ওতপ্রোতভাবে মিশে ছিল। তখন মহাবিশ্ব ছিল অসংখ্য গ্যাসীয় কণার সমষ্টি। পরবর্তীকালে মহাবিস্ফোরণের মাধ্যমে নক্ষত্র, সূর্য, পৃথিবী ও গ্রহসমূহ সৃষ্টি হয়। এটিই বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ থিওরী।
.
English - Yusuf Ali Translation
.
"Do not the Unbelievers see that the heavens and the earth were joined together (as one unit of creation), before we clove them asunder? We made from water every living thing. Will they not then believe?"
.
.
উনি আরও বলেন, যা কিছু পদার্থ সব কিছু হল positive energy এবং যা কিছু দেখা যায় না মানে space, তা হল negative energy এবং সব কিছু মিলালে হয়ে যাবে শূন্য বা nothing বা zero; আর nothing বা zero সৃষ্টি করতে কাউকে লাগে না!
.
কী আজব দাবি! zero এর সাথে zero যোগ, বিয়োগ, গুণ যাই করি, সব সময় zero-ই পাওয়া যাবে। তাহলে zero কী করে বেড়ে zero এর চেয়ে বেশি হল? যেমন, ১, ২, ৩ ইত্যাদি। ২-২ করলেও zero হয়, ৩-৩ করলেও zero হয়। তাহলে ১, ২, ৩ এগুলো কোথা থেকে এলো? অন্য কথায়, positive আর negative energy আসল কোথা থেকে?
.
এগুলো এসেছে আল্লাহ তায়ালার নির্দেশের মাধ্যমে, যিনি নির্দেশ দিয়েছেন আর তা সৃষ্টি এবং natural law-তে পরিণত হয়েছে।
.
بَدِيْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ وَاِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ
.
"তিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা এবং যখন তিনি কোন কাজ সম্পাদন করতে ইচ্ছা করেন তখন তার জন্য শুধুমাত্র ‘হও’ বলেন, আর তাতেই তা হয়ে যায়।"
.
(মহাগ্রন্থ আল-কোরআন, ২:১১৭)
.
.
আহমেদ আলি সিরিজ/স্টিফেন হকিং এর দাবিকে ইসলামিক যুক্তি দ্বারা বিচার
Comments
Post a Comment