Skip to main content

নাস্তিকতা ও ভণ্ডামি পরস্পর সমতুল্য!!!


সৃষ্টিজগতের সবচেয়ে বড় ভণ্ড হল "নাস্তিক প্রজাতি"। বিবর্তনবাদী বানর সন্তানেরা চোখ থাকতেও অন্ধ সত্যের আলোয় উদ্ভাসিত সরল পথটা খুঁজে নিতে।
.
Scientific Research এর মাধ্যমে দেখা গেছে যে, প্রত্যেকটা শিশু "আস্তিক" হয়ে জন্মায় আর এই আস্তিকতা তার সহজাত হওয়ায় জন্মের সময় থেকে আস্তিকতার ধারণা মনে উপস্থিত থাকার জন্য সমাজ, সংস্কৃতির প্রভাবের কোনো প্রয়োজন হয় না। এর অর্থ হল, নাস্তিক পিতা-মাতারও যদি কোনো শিশু জন্মায়, তবে সেই শিশু আস্তিক হয়েই জন্মাবে। আর এটা প্রমাণ করে যে, এই আস্তিকতার সহজাত ধারণা বিবর্তন বা Evolution এর মাধ্যমে আসে নি।
.
Dr Justin Barrett এর অভিমত বিষয়টাকে আরও পরিষ্কার করে তুলে ধরে:
.
"Dr Justin Barrett, a senior researcher at the University of Oxford's Centre for Anthropology and Mind, claims that ***young people have a predisposition to believe in a supreme being because they assume that everything in the world was created with a purpose.***
.
He says that **young children have faith even when they have not been taught about it by family or at school, and argues that even those raised alone on a desert island would come to believe in God....."**
.
(source - http://www.telegraph.co.uk/news/religion/3512686/Children-are-born-believers-in-God-academic-claims.html)
.
.
তাহলে ভণ্ড নাস্তিকেরা দয়া করে একটু ভাববেন, কীভাবে এই আস্তিকতার ধারণা শিশুর মনে জন্ম থেকে আসতে পারে!!!
.
আমাদের মুসলিমদের বক্তব্যটা হল, এই ধারণা মহান স্রষ্টা আল্লাহই প্রত্যেক ব্যক্তির মনে বদ্ধমূল করে দেন জন্মের সময় থেকে।
.
.
"তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে দীনের উপর প্রতিষ্ঠিত কর। **আল্লাহর প্রকৃতির অনুসরণ কর, যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করেছেন;** আল্লাহর সৃষ্টির কোন পরিবর্তন নেই। এটাই সরল দীন। কিন্তু অধিকাংশ মানুষ জানে না।"
.
(মহাগ্রন্থ আল-কোরআন, ৩০:৩০)
.
.
"যুহায়র ইবনু হারব (রহঃ) ..... আবু হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

প্রতিটি বাচ্চা স্বভাবজাত ইসলামের উপর জন্মগ্রহণ করছেন। তারপর তার পিতা-মাতা তাকে ইয়াহুদী বানিয়ে দিয়েছে, খ্ৰীষ্টান বানিয়ে দিয়েছে এবং মুশরিক বানিয়ে দিয়েছে। অতঃপর জনৈক লোক বলল, হে আল্লাহর রাসূল! যদি সে এর পূর্বে ইন্তিকাল করে তার ব্যাপারে আপনার মতামত কি? তিনি বললেন, তাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ ভাল জানেন।"
.
(গ্রন্থঃ সহীহ মুসলিম (হাঃ একাডেমী)
অধ্যায়ঃ ৪৭। তাকদীর (كتاب القدر)
হাদিস নম্বরঃ ৬৬৫১
হাদিসের মানঃ সহিহ (Sahih)
source - http://www.hadithbd.com/share.php?hid=53749)
.
.
আহমেদ আলি সিরিজ/নাস্তিকতা ও ভণ্ডামি পরস্পর সমতুল্য

Comments

Popular posts from this blog

মানহাজ ও মাযাহাব নিয়ে যত দ্বন্দ্বের জবাব....

[Special thanks to brother Mainuddin Ahmad for providing some important reference] . মানহাজ অর্থ পথ (path) অথবা পদ্ধতিগত বা নিয়মগত বা প্রণালিগত বিদ্যা (Methodology)। মানহাজ বললে তাই তাকে দুই ভাবে ভাবা হয় - ১) সহিহ মানহাজ, ২) ভ্রান্ত বা বাতিল মানহাজ। . সহিহ মানহা...

কৃষ্ণ কি আল্লাহর নবী ছিল?

এই প্রশ্নটা আমাকেও করা হয়েছে সম্ভবত কয়েকবার। কিন্তু প্রশ্নের উত্তরটা বড়ই জটিল। কারণ এর কোনো যথাযথ উত্তর আমাদের জানা নেই। যদি কৃষ্ণের গোপীদের সাথে লীলার কাজকে সত্য বলে...

ভগবতগীতার বর্ণভেদ নিয়ে ভক্তদের ভণ্ডামির জবাব

============================ চাতুর্বর্ণ্যং ময়া সৃষ্টং গুণকর্মবিভাগশঃ৷ তস্য কর্তারমপি মাং বিদ্ধ্যকর্তারমব্যয়ম্৷৷১৩ অর্থ:  "প্রকৃতির তিনটি গুণ এবং কর্ম অনুসারে আমি মনুষ্য সমাজে চারটি বর্ণ...